HMPV Infection: মাত্র ১০ দিনেই যেভাবে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে HMPV নিয়ে যথেষ্ট উদ্বেগে গোটা দেশ...

HMPV Infections in China: চিনে এই ভাইরাসের (HMPV) দৌরাত্ম্য নিয়ে নতুন করে ছড়িয়েছে উদ্বেগ। হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) তার নখ-দাঁত বের করে ফেলেছে জি জিনপিংয়ের দেশে।

| Jan 08, 2025, 16:36 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালপ্রিট কি সেই উহান? করোনার মতোই চিনের এই কুখ্যাত উহান থেকেই ফের এই এইচএমপিভি-র সংক্রমণ ছড়াল। চিনে এই ভাইরাসের (HMPV) দৌরাত্ম্য নিয়ে নতুন করে ছড়িয়েছে উদ্বেগ। হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) তার নখ-দাঁত বের করে ফেলেছে চিনে। অন্য দেশগুলিতে? ভারতে?

1/6

হিউম্যান মেটানিউমো ভাইরাস

জানা গিয়েছে, উহানে হিউম্যান মেটানিউমো ভাইরাসে (human metapneumovirus) আক্রান্ত বেড়েছে বহু শতাংশ। বেশ কয়েকজন শিশুর আক্রান্ত হওয়ার খবর মিলতেই উহানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

2/6

কোভিডের ছায়া?

৫ বছর পর এ যেন কোভিডের (Covid) ছায়াই। চিনে এখন নতুন আতঙ্কের নাম হিউম্যান মেটানিউমোভাইরাস। করোনার মতোই সেখানে হু হু করে ছড়াচ্ছে এর সংক্রমণ। 

3/6

ভারত এবং...

শুধু চিনে নয় কিন্তু HMPV-আতঙ্ক ছড়াচ্ছে অন্যত্রও। ইতিমধ্যেই ভারত, ব্রিটেন, মালয়েশিয়া, জাপান, হংকং, কাজাকস্তানেও এই ভাইরাসে আক্রান্তের হদিস মিলেছে। স্পেনেও ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে বলে খবর আসছে। ভারতে এই সংক্রমণ অবশ্য ভয়াবহ আকার ধারণ করেনি।

4/6

ওষুধ-সংকট

এদিকে সংক্রমণ বাড়তেই চিনে অ্যান্টিভাইরাল ওষুধের ব্যাপক সংকট দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। চাহিদা বাড়তেই ওষুধ নিয়ে সেদেশে কালোবাজারিও শুরু হয়েছে বলে খবর।

5/6

উদ্বেগে 'হু'

বিশ্ব জুড়েই এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াতেই উদ্বেগ প্রকাশ করেছে খোদ 'হু' (WHO) তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ও।

6/6

আক্রান্ত আট

ভারতে  HMPV-সংক্রমণ অবশ্য ভয়াবহ আকার ধারণ করেনি। ভারতের কর্নাটক, গুজরাত, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে মোট আটজন আক্রান্তের খোঁজ এখনও পর্যন্ত মিলেছে।