Tibet Earthquake Update: মৃত্যু ১২৬, আহত ২০০! বিপদের মুখ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার মানুষকে...
Earthquake Aftermath in Tibet: বুধবার মৃতের সংখ্যা বেড়ে হল ১২৬, আহতের সংখ্যা দাঁড়াল ১৮৮! অন্তত ৪০০ মানুষ সরাসরি ভূমিকম্পের কবলে পড়েছেন, তিরিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে! তাড়া করছে ২০১৫ সালের স্মৃতি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকালে নেপাল সীমান্তের কাছে তিব্বতে এভারেস্ট-সন্নিহিত এলাকায় ঘটে গিয়েছ ভয়ানক তীব্র এক ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.১ ।এর কিছু ক্ষণের মধ্যেই আসে আফটারশকও। কেঁপে ওঠে শিজ়াং। পরপর কম্পন অনুভূত হয় একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে তৃতীয় কম্পন, সকাল ৭টা ৭মিনিটে। তীব্রতা ছিল ৪.৯। মিনিটছয়েক পরে আরও এক কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৫!
1/6
মৃত্যু ৯৫, আহত ৭০
2/6
মৃত্যু ১২৬, আহত ১৮৮
photos
TRENDING NOW
3/6
ধুলোয় পর্যবসিত
4/6
এপিসেন্টার ১০ কিমি গভীরে
5/6
কেঁপেছিল কলকাতা!
6/6
ভয়াবহ
photos