এবার টেস্টে 'ফ্রি-হিট', 'টাইমার'-এর প্রস্তাব দিল এমসিসি!

Mar 14, 2019, 12:18 PM IST
1/6

1

টি-টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে একগুচ্ছ নতুন প্রস্তাব দিল এমসিসি।    

2/6

2

টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের(এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে।

3/6

3

টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের মতো টেস্টেও নো বলে ফ্রি-হিট চালু করার প্রস্তাব দিয়েছে এমসিসি।  

4/6

4

এবার যাতে টেস্টে সময় নষ্ট না হয় তাই টেস্ট ম্যাচে চালু হতে চলেছে 'টাইমার'। ব্যাটসম্যান বদল, ওভার বদল ও বোলার বদলের সময় স্কোরবোর্ডে চলবে 'টাইমার'। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজগুলো না করতে পারলেই প্রতিপক্ষ দল পেনাল্টি রান পাবে। এই প্রস্তাব দিয়েছে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।    

5/6

5

প্রস্তাব অনুযায়ী, ২টি ওভারের মাঝখানে ৪৫ সেকেন্ডের বিরতি। ওভার শেষে নতুন ব্যাটসম্যান এলে ৪৫ সেকেন্ড থেকে সময় বেড়ে হবে ৬০ সেকেন্ড। আর বোলার বদল হলে ৮০ সেকেন্ড দেওয়া হবে। এই সময়বিধি মানতে না পারলে প্রথম বার সতর্ক করা হবে। ফের একই বিষয় হলে প্রতিপক্ষ দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে। ব্যাটসম্যান আউট হলেও এই ঘড়ি চালু হবে। ডিঙ্কস বিরতিতেও চালু হবে এই ঘড়ি।

6/6

6

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আইন সুপারিশ করে থাকে এমসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। প্রস্তাবিত আইন প্রণয়ন করতে পারে একমাত্র আইসিসি।