Dangerous Places: ভয়ংকরতম জায়গা! এখানে পা ফেলতে বুক কাঁপে দু়ঃসাহসীরও...

Dangerous Places: বিশ্বের এমন কিছু জায়গা যেখানে সাধানণ মানুষের যাওয়া বিপজ্জনক।

Jan 07, 2025, 15:10 PM IST
1/6

ব্রাজিলের স্নেক আইল্যান্ড

Snake Island, Brazil

  এই দ্বীপটির আয়তন ১০৬ একর। ব্রাজিলের এই আইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বিপদজনক সাপ দেখতে পাওয়া যায়। এই দ্বীপে কারা যেতে পারবে তা ঠিক করে ব্রাজিলের নৌ-সেনা। শুধুমাত্র ব্রাজিলের নৌ-সেনার আধিকারীক এবং বিজ্ঞানীদের এই দ্বীপটিতে প্রবেশ করার অনুমতি রয়েছে। মূলত বিপদজনক সাপের কারণেই মানুষজন এই দ্বীপটিকে এড়িয়ে চলেন।

2/6

ডানাকিল মরুভূমি

Danakil Desert, East Africa

  এটি আফ্রিকান দেশ ইথিওপিয়ার উত্তর-পূর্বে প্রায়  ১৩৬৯৫৬ বর্গ কিলোমিটারের মরুভূমি এলাকা। এখানে প্রতি বছর প্রায় এক ইঞ্চির কম বৃষ্টিপাত পায় হওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলির মধ্যে একটি।

3/6

ভারতের উত্তর সেন্টিনেল দ্বীপ

North Sentinel Island, India

   আন্দামান-নিকোবরের অধীনেই  ভারতের উত্তর সেন্টিনেল দ্বীপ। যা পোর্ট ব্লেয়ার থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সেন্টিনেল উপজাতিদের বাস। এরা নিজেদের রাজ্যে বাইরের জগতের নাক গলানো একেবারেই সহ্য করেন না। তাই এদের জীবনযাত্রা ঠিক কী রকম তা কারও জানা নেই।

4/6

উত্তর আফ্রিকার সাহেল

Sahel, North Africa

  সাহেলে অনিয়মিত বৃষ্টিপাতের ফলে খরা দেখা যায়। যা ওখানকার স্থানীয় সম্প্রদায় এবং তাদের কৃষি চর্চাকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এইসব কারণেই  সাহেলে  কঠোর প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করে এবং এটিও পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি।

5/6

ইন্দোনেসিয়ার মাউন্ট সিনাবুং

Mount Sinabung, Indonesia

   এটি হল ইন্দোনেসিয়ার একটি সক্রিয় আগ্নেয়গিরি। ৪০০ বছরের সুপ্ত অবস্থার পরে ২০১০ সালে পুনরায় জাগ্রত হওয়ার পর থেকে, ঘন ঘন অগ্ন্যুৎপাত হয়েছে। এর কারণেই ওখানে থাকা হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

6/6

রাশিয়ার ওমিয়াকন

Oymyakon, Russia

 এটি হল পৃথিবীর সবচেয়ে শীতলতম  স্থানগুলির মধ্যে একটি। এখানে তাপমাত্রা  শীতকালে -৫০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যেতে পারে।