Dual reproductive systems: এক মহিলা একই সঙ্গে 'বাবা' এবং 'মা'! এক নারীঅঙ্গেই পুরুষ ও স্ত্রী প্রজননতন্ত্র...

Condition of 'Mother' And 'Father' both: এন্ড্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধির ফলে তাঁর দাঁড়ি গজায়, স্তনের আকার ছোট হয়ে আসে এবং পুরুষাঙ্গের মতো শারীরিক গঠন দেখা যায়। ব্যবহারও বদলে যায়। আর এরপরই সেই মহিলা এক অদ্ভুত প্রস্তাব দেয় তাঁর স্বামীকে...

Jan 07, 2025, 13:55 PM IST
1/6

বিরল প্রজনন পরিস্থিতি

2 Reproductive Systems

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরল প্রজনন পরিস্থিতির শিকার দক্ষিণ-পশ্চিম চিনের ৫৯ বছর বয়সী এক নারী। একই সঙ্গে মা ও বাবা হতে পারার মতো ক্ষমতা রাখে সে। এমনকী দুই বিয়ের থেকে দুটি পুত্র সন্তানও রয়েছে তাঁর। এর মধ্যে প্রথম পুত্রের জন্ম দিয়েছেন একজন পুরুষের সঙ্গে এবং দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছেন একজন নারীর গর্ভে। 

2/6

বিরল প্রজনন পরিস্থিতি

2 Reproductive Systems

বিশান কাউন্টির একটি গ্রামে বেড়ে ওঠা এই মহিলা ছোট থেকেই দেখতে একটু টম বয়ের মতো। ভুলে একবার স্কুলে ছেলেদের বাথরুমও ব্যবহার করে ফেলেছিলেন। ছোট চুল রাখতেন এবং পুরুষদের পোশাক পরতেন। 

3/6

বিরল প্রজনন পরিস্থিতি

2 Reproductive Systems

১৮ বছর বয়সে লিউ (কাল্পনিক নাম) এক অদ্ভুত মোড় নেয়। এক ব্যক্তিকে বিয়ে করেন লিউ। এক বছরের মধ্যেই তাঁদের এক পুত্রসন্তান হয়। এরপরই শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে থাকেন।  

4/6

বিরল প্রজনন পরিস্থিতি

2 Reproductive Systems

এন্ড্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধির ফলে তাঁর দাঁড়ি গজায়, স্তনের আকার ছোট হয়ে আসে এবং পুরুষাঙ্গের মতো শারীরিক গঠন দেখা যায়। ব্যবহারও বদলে যায়। যার ফল বিবাহ বিচ্ছেদ। এই সময়েই এক সহকর্মীর সঙ্গে পরিচয় হয় লিউর। ঝউ নামে সেই সহকর্মী নারীর সঙ্গে সম্পর্কেও জড়ান। কিন্তু সমকামী বিয়ে তো চিনে স্বীকৃত নয়। 

5/6

বিরল প্রজনন পরিস্থিতি

2 Reproductive Systems

তাই লিউ আগের স্বামী টাং-এর সাহায্য নেন। ঝউকে আইনিভাবে বিয়ে করেন টাং। বদলে তাদের ছেলের আর্থিক দায়িত্ব নেয় লিউ। কিন্তু ঝউকে, টাং বিয়ে করলেও থাকতেন লিউয়ের সঙ্গেই। 

6/6

বিরল প্রজনন পরিস্থিতি

2 Reproductive Systems

এভাবেই ২০০০ সালের শুরুর দিকে ঝউ এক পুত্রসন্তানের জন্ম দেন। তিনি এখন দুটি সন্তানের মা ও বাবা। একজন তাঁকে মা ডাকে, অন্যজন বাবা। পরবর্তীতে লিউয়ের কথা জেনে অনেক চিকিৎসক তাঁকে বিনা মূল্যে শারীরিক পরীক্ষার প্রস্তাব দিলেও লিউ তা প্রত্যাখ্যান করেন।