1/9
শান্তিনিকেতন
2/9
সব ভারতীয়র সঙ্গে দেখা
photos
TRENDING NOW
3/9
দুর্গাপূজা
4/9
আমরা এক
আমি কয়েক সপ্তাহ আগে আমার বন্ধুদের সঙ্গে একটি যৌথ সম্মেলনের জন্য মুম্বই গিয়েছিলাম। সেখানে উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার। ভগবন্ত মান পঞ্জাবে আর অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে। প্রতিটি রাজ্যে আমাদের কিছু বন্ধু আছে। কেউ কেউ বিরোধী দলেও থাকতে পারে, কিন্তু এটাই গণতন্ত্রের মূল কথা। আমরা যখন দেখা করি, তখন আমাদের মধ্যে কোনও বিরোধ থাকে না। নির্বাচনের সময় রাজনৈতিক লড়াই হয়। ভারতের বাইরে গেলে আমরা এক।
5/9
বাংলার ঐতিহ্য
৩৪ বছরের শাসনের অবসানের পর বাংলার উন্নতি হয়েছে। সকলের দেওয়া জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন সংগঠিত করেছিলেন। বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও একজন বাঙালি। আমাদের জাতীয় সঙ্গীত 'জনগণ মন' এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা নজরুলগীতি থেকে জয় বাংলা স্লোগান পেয়েছি।
6/9
আমাদের কৃষকরা বিশ্বের সেরা
7/9
ধর্ম সম্পূর্ণ মানুষের মতোই
8/9
কিশোর ভারতী স্টেডিয়াম
9/9
আমার 'ইজম'
photos