'জাগো বাংলা'র উৎসব সংখ্যার প্রচ্ছদে মমতার তুলির টানে বাংলা বর্ণমালায় দুর্গা

Sep 28, 2019, 21:21 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: দলের মুখপত্র 'জাগো বাংলা'র উৎসব সংখ্যা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও জাগো বাংলার প্রচ্ছদ এঁকেছেন স্বয়ং দলনেত্রী। 

2/5

প্রচ্ছদে মায়ের বাংলা বর্ণমালা দিয়ে মায়ের রূপ ফুটিয়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

3/5

এদিন নজরুলমঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে মমতা জানান, বিরোধী থাকাকালীন পার্থদা ও তিনি লিখে চালাতেন সাপ্তাহিক জাগো বাংলা। আগামী দিনে প্রাত্যহিক করার পরিকল্পনাও রয়েছে তাঁর। 

4/5

মমতা বার্তা দেন, ছাত্রছাত্রীদের অনুরোধ করব, জাগো বাংলাটা ভাই পড়তে হবে। অনেক ভালো ভালো লেখা থাকে। তথ্য থাকে। গঠনাত্নক কাজে লাগে। গঠনাত্মক ও ইতিবাচক মনোভাব নেতিবাচক চিন্তাভাবনাকে ধ্বংস করে। 

5/5

প্রসঙ্গত, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ঘরে ঘরে কার্ড পাঠাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। ওই কার্ডে নিজে হাতেই ছবি এঁকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশি নীল রঙের কার্ডে মাতৃমূর্তির ছবি এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিনয়নী মাতৃমূর্তির ছবি দেওয়া কার্ড একদিকে যেমন মুখ্যমন্ত্রী শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই বাংলা ভাষার পক্ষেও সওয়াল করেছেন তিনি। মাতৃমূর্তির শরীরে বাংলা বর্ণমালা যেন অলঙ্কারের মতো শোভা পাচ্ছে। পাশাপাশি, 'বাংলা' লেখা একটি প্রতীকী বইও শোভা পাচ্ছে মাতৃমূর্তির অবয়বে।