ছাত্রছাত্রীদের অনুরোধ করব, জাগো বাংলাটা ভাই পড়তে হবে: মমতা
Sep 28, 2019, 18:06 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ছাত্রছাত্রীদের জাগো বাংলা পড়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে তৃণমূল নেত্রী বলেন,''আরও ভালো করে জাগো বাংলা পড়ুন ও দেখান। বাংলাকে জাগতে শেখান।''
2/5
নজরুলমঞ্চে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র উৎসব সংখ্যার প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতের স্মৃতিচারণা করে মমতা বলেন,''বিরোধী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় ও তিনি মিলে জাগো বাংলা শুরু করেন।'' আগামী দিনে জাগো বাংলা সাপ্তাহিক থেকে দৈনিক করার ভাবনাচিন্তাও রয়েছে মমতার।
photos
TRENDING NOW
3/5
এদিন মমতা বার্তা দেন, আরও ভালো করে জাগো বাংলা পড়ুন, দেখান। বাংলাকে জাগতে শেখান। ছাত্রছাত্রীদের অনুরোধ করব, জাগো বাংলাটা ভাই পড়তে হবে।
4/5
তাঁর কথায়,''অনেক ভালো ভালো লেখা থাকে। তথ্য থাকে। গঠনাত্নক কাজে লাগে। গঠনাত্মক ও ইতিবাচক মনোভাব নেতিবাচক চিন্তাভাবনাকে ধ্বংস করে।''
5/5
মমতা আরও দাবি করেন, ৮ বছর ক্ষমতায় থাকলেও জাগো বাংলাকে একটাও সরকারি বিজ্ঞাপন দেননি। সিপিএমের দলীয় মুখপত্র গণশক্তি সরকারি বিজ্ঞাপনেই চলত।