Guillain–Barre Syndrom Death: বিরল GBS-এর প্রথম শিকার মহারাষ্ট্রে, আক্রান্ত ৭৩, জেনে নিন এই রোগের উপসর্গ
Jan 26, 2025, 18:22 PM IST
1/6
জিবিএস সিন্ড্রোম
দেশে ক্রমেই আতঙ্কের সৃষ্টি করছে গুলেইন বারে সিন্ড্রোম। গত ১২ দিনে গোটা দেশে এই রোগে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এবার এল মৃত্যুর খবর।
2/6
পুনেতে প্রথম মৃত্যু
শনিবার মহরাষ্ট্রের পুনেতে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক চ্যাটার্ড অ্যাকাউন্টট্যান্টের। গত কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
photos
TRENDING NOW
3/6
কী হয়েছিল
পুনের ডিএসকে বিশ্ব এলাকার বাসিন্দা ওই ব্যক্তি কয়েকদিন ধরেই ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। গ্রামের বাড়ি শোলাপুরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর ডায়রিয়া শুরু হয়। খুব দুর্বল হয়ে পড়লে তাকে শোলাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর ডিবিএস সিন্ড্রোমের চিকিত্সা করেন চিকিত্সকরা।
4/6
আইসিইউতে ছিলেন
হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তি তাঁর হাত-পা নাড়াতে পারছিলেন না। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তাঁকে আইসিইউ থেকে বের করা হয়। কিন্তু তার পরই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। শেষপর্যন্ত শনিবার তাঁর মৃত্যু হয়।
5/6
উপসর্গ
কী ধরনের লক্ষণ দেখা যায় গুলেইন বারে সিন্ড্রোমে? সাধারণভাবে দেখা যায় এই রোগে আক্রান্ত হলে তা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নার্ভকে আক্রমণ করে। শরীরের পেশী দুর্বল হয়ে যায়। ডায়রিয়া হতে পারে। শ্বাসকষ্ঠে ভুগতে পারেন রোগী। হতে পারে পেটে ব্যথা, বমিবমি ভাব, জ্বর।
6/6
রোগ থেকে বাঁচতে কী করবেন
বিশেষজ্ঞরা বলছেন এইরকম উপসর্গ দেখা গেলে বেশি বেশি গরম জল খেতে হবে, রাস্তায় খোলা খাবার খাবার খাওয়া যাবে না, পেশী দুর্বল হয়ে গেলে সঙ্গে সঙ্গেই চিকিত্সকের কাছে যেতে হবে।