Brutal Death: চারদিকে হাহাকার! হাসপাতালে ভয়াবহ হামলায় বিধ্বস্ত সুদান, মৃত অন্তত ৭০, জখম শতাধিক...

Sudan: দুজন জেনারেলের বিরুদ্ধেই মানবাধিকার ভঙ্গ, লুটতরাজ, নৃশংসতা ও ধর্ষণে মদতের অভিযোগ রয়েছে।

Jan 26, 2025, 18:13 PM IST
1/6

কান্না আর আর্তনাদ

চারিদিকে খালি কান্না আর আর্তনাদ! যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই ছড়িয়ে ছিটিয়ে মৃত দেহ। 

2/6

ছিন্নভিন্ন অংশ

কোথাও পরে রয়েছে কাটা মুণ্ডু তো কোথাও পরে রয়েছে কাটা পা। এইভাবেই মানুষের শরীরের ছিন্নভিন্ন অংশ ছড়িয়ে। 

3/6

প্রাণ

সুদানে সেনা ও আধাসেনার লড়াইয়ে প্রচুর মানুষ প্রাণ হারাচ্ছেন।

4/6

হামলা

গত শুক্রবার এই হামলা চালানো হলেও রবিবার বিষয়টি প্রকাশ্যে এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

5/6

গৃহযুদ্ধ

২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। সৌদি আরবের বিদেশ মন্ত্রী তিনি জানিয়েছেন, 'এই হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে।' 

6/6

মৃত্যু

এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজারের বেশি। রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে পশ্চিমের দারফুর প্রদেশে কয়েকশো মানুষ নিহত হয়েছেন।