1/8
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ফোরণ করলেন মহারাস্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে। ৮ জুন দিশা সালিয়ানদের পার্টিতে কারা কারা হাজির ছিলেন, সে বিষয়ে আগেই প্রশ্ন তোলেন বিজেপির এই শীর্ষ স্থানীয় নেতা। যদিও মুম্বই পুলিসের তরফে স্পষ্ট জানানো হয়, ৮ জুন দিশাদের প্রাইভেট পার্টিতে কোনও রাজনৈতিক নেতা হাজির ছিলেন না
2/8
photos
TRENDING NOW
3/8
তবে ৮ জুনের পাশাপাশি ১৩ জুনও একটি পার্টির আয়োজন করা হয় বলে দাবি করেন নারায়ণ রানে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, দিশাকে যে ধর্ষণ করে খুন করা হয়, ময়না তদন্তের রিপোর্টে তার উল্লেখ থাকার কথা। ময়না তদন্তের রিপোর্ট যদি প্রকাশ্যে আসে, তাহলে গোটা বিষয়টি যেমন প্রকাশ্যে আসবে, তেমনি অপরাধীকে খুঁজে বের করাও খুব একটা কটিন হবে না বলে দাবি করেন মহারাসট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী
4/8
5/8
তিনি বলেন, সুশান্তের মৃত্যু নিয়ে রাজনীতির নোংরা খেলা শুরু হয়েছে। মহামারীর সময় মহারাস্ট্র সরকার যেভাবে গোটা রাজ্যে তা নিয়ন্ত্রণ করেছে, তার বিরুদ্ধে মানুষকে ভড়কে দিতেই বিরোধীরা নোংরা রাজনীতি শুরু করেছেন বলে অভিযোগ করে আদিত্য। শুধু তাই নয়, বলিউডের একাধিক সেলেবের সঙ্গে যদি তাঁর সুসম্পর্ক থাকে, তাহলে তা দোষের কোনও বিষয় নয় বলেও মন্তব্য করেন উদ্ধব-পুত্র
6/8
7/8
এসবের পাশাপাশি আদিত্য ঠাকরে আরও দাবি করেন, তিনি উদ্ধব ঠাকরের সন্তান এবং প্রয়াত বালাসাহেব ঠাকরের বংশধর। তাই এমন কোনও কাজ তিনি করবেন না, যাতে ঠাকরে পরিবার এবং শিবসেনার মান সম্মান ধুলোয় মিশে যায়। সুশান্তের মৃত্যুর সঙ্গে যাঁরা তাঁর কিংবা শিবসেনার নাম জড়াচ্ছেন, তাঁরা অত্যন্ত নোংরা কাজ করছেন বলেও অভিযোগ করেন আদিত্য ঠাকরে
8/8
photos