অঙ্কুশ-ঐন্দ্রিলার ম্যাজিক, শ্যুটিং শুরু ৬ অগস্ট

Aug 05, 2020, 16:41 PM IST
1/7

বাস্তবে অঙ্কুশ ও ঐন্দ্রিলার মিষ্টি প্রেমের কথা হয়ত অনেকেরই জানা। এবার বড় পর্দাতেও জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। 

2/7

 পরিচালক রাজা চন্দ পরিচালিত ছবিতে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। অঙ্কুশ ও ঐন্দ্রিলার এই ছবির নাম 'ম্যাজিক'। 

3/7

 সম্প্রতি হয়ে গেল অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি 'ম্যাজিক'-এর শভ মহরৎ।

4/7

ম্যাজিকের শুভ মহরৎ-এ হাজির হয়েছিলেন পরিচালক রাজা চন্দ, অঙ্কুশ-ঐন্দ্রিলা সহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

5/7

৬ অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ম্যাজিকের শ্যুটিং পর্ব। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসএসজি এন্টারটেনমেন্ট।

6/7

অঙ্কুশের বাবা-মা'র চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার এবং বিদীপ্তা চক্রবর্তীকে। ম্যাজিকে থাকছেন পায়েল সরকার, পিয়ান সরকার। 

7/7

ম্যাজিক-এর চিত্রনাট্য লিখেছেন অর্নব ভৌমিক ও পরিচালক রাজা চন্দ। সঙ্গীতের পরিচালনার দায়িত্বে রয়েছেন ডাব্বু ও স্যাভি।