Prepaid Plan | BSNL: রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, এক রিচার্জেই ৪২৫ দিন পার

Jan 05, 2025, 21:02 PM IST
1/5

৪২৫ দিনের প্ল্যান

৪২৫ দিনের প্ল্যান

নতুন বছরে ৪২৫ জন্য একটি প্ল্যান আনল বিএসএনএল। অর্থাত্‍ একবার রিচার্জ করলেই নিশ্চিন্ত।

2/5

খরচ

খরচ

এই প্ল্যানের খরচ ২৩৯৮ টাকা। তাহলেই ৪২৫ দিন রিচার্জের চিন্তা থেকে মুক্তি।  

3/5

কল

কল

প্ল্যানটিতে মিলবে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধে।

4/5

ডেটা

ডেটা

ডেটা নিয়েও চিন্তা নেই। ২৩৯৮ টাকার এই প্ল্যানে মিলবে রোজ ২ জিবি হাইস্পিড ডেটা। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর এই প্ল্যানে 40kbps এর ইন্টানের স্পিড থাকবে।

5/5

কোথায় চালু হল

কোথায় চালু হল

রোজ করা যাবে ১০০ এসএমএস। তবে আসল কথা হল এই প্ল্যানটি আপাতত জম্মু ও কাশ্মীরের জন্য। ভবিষ্যতে অন্যান্য সার্কেলেও এটি চালু হয় কিনা সেটাই এখন দেখার।