মেসির পায়ে আবার সোনার জুতো, তবুও মাটিতে পা আর্জেন্টাইন তারকার

| Dec 19, 2018, 18:44 PM IST
1/6

পাঁচটা সোনার বুট জিতলেন মেসি

1

গত মরশুমে ইউরাপের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন লিও মেসি। যার সৌজন্যে আরও একবার সাফল্যের চূড়া দেখলেন আর্জেন্টাইন তারকা। 

2/6

পাঁচটা সোনার বুট জিতলেন মেসি

2

৬৮ ম্য়াচে ৩৪টি গোল করেছিলেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৫২ ম্যাচে ২৬টি গোল করেছিলেন। 

3/6

পাঁচটা সোনার বুট জিতলেন মেসি

3

এই নিয়ে পাঁচবার গোল্ডেন শু পুরস্কার পেলেন লিওনেল মেসি। রোনাল্ডো এই পুরস্কার জিতেছেন চারবার। 

4/6

পাঁচটা সোনার বুট জিতলেন মেসি

4

সোনার জুতো পায়ে গলানোর পরও মাটিতে থেকেই কথা বললেন মেসি। বললেন, ''কেরিয়ার যখন শুরু করেছিলাম তখন এত সাফল্য পাব বলে আশা করিনি। এগুলো আমার কাছে স্বপ্নের মতো। সব সময় পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখেছি। সেটা সফল হয়েছে। তা ছাড়া বিশ্বের সেরা ফুটবলারদের পাশে খেলে এত উঁচুতে উঠতে পেরেছি।''

5/6

পাঁচটা সোনার বুট জিতলেন মেসি

5

মেসির পাশে ছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামৌ। ছিলেন সার্জিও বুস্কেটস। 

6/6

পাঁচটা সোনার বুট জিতলেন মেসি

6

গত মরশুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির পিছনেই রয়েছেন লিভারপুলের মহম্মদ সালাহ ও টটেনহ্যামের হ্যারি কেন।