হরিয়ানায় গেরুয়া ঝড়, পাঁচটি পুরসভাতেই ক্লিনসুইপ বিজেপির

Dec 19, 2018, 18:06 PM IST
1/8

হরিয়ানার পাঁচটি পুরসভার নির্বাচনে জয়জয়কার বিজেপির। পাঁচটি পুরসভাই পকেটে পুরে ফেলেছে গেরুয়া শিবির। তিনটি রাজ্য হাতছাড়া হওয়ার অসম ও হরিয়ানার স্থানীয় নির্বাচন কিছুটা অক্সিজেন দিল বিজেপি নেতৃত্বকে।

2/8

হিসার, কারনাল, পানিপথ, রোহতক ও যমুনানগর পুরসভায় ভোটগ্রহণ হয়েছিল ১৬ ডিসেম্বর। এর সঙ্গে রয়েছে জাখাল মান্ডি ও পুন্দ্রি পুরকমিটির নির্বাচনও।

3/8

লোকসভা ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে পাঁচটি শহরের পুরভোট ছিল বিজেপির কাছে চ্যালেঞ্জ। আর পাঁচটি পুরসভাতেই ক্লিনসুইপ করেছে শাসক দল।

4/8

যমুনানগর ও পানিপথে বিশাল ব্যবধানে জিতেছেন বিজেপির মেয়র পদপ্রার্থীরা। যমুনানগরে ৪০,০০০ ভোটে জিতেছেন বিজেপির মেয়র পদপ্রার্থী মদন সিং। পানিপথে অভনীত জিতেছেন ৭৪,৯০০ ভোটের ব্যবধানে। 

5/8

কারনালে রেনুবালা, হিসারে গৌতম সরদনা ও রোহতকে জিতেছেন বিজেপির প্রার্থী মনমোহন। 

6/8

জয়ের কৃতিত্ব নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তাঁর কথায়, নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে জনকল্যাণ কাজের জন্য নগর নিগমের নির্বাচনে বিপুল ভোটে জিতেছে বিজেপি''।

7/8

নির্বাচনে দলীয় প্রতীকে লড়াই করেনি কংগ্রেস। তারা কয়েকজন নির্দলকে সমর্থন দিয়েছিল। বহুজন সমাজপার্টির সঙ্গে জোটে লড়াই করেছে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল। 

8/8

পুরভোটে ইভিএমে ভোট পড়েছে ৬৩.৩৯ শতাংশ।