বাংলা ভাষাকে সম্মান জানিয়ে লক্ষ্মীপুজোর মণ্ডপে থিমের ছোঁয়া, দেখুন ছোঁয়া

Oct 13, 2019, 18:00 PM IST
1/11

লক্ষ্মীপুজোতেও এবার থিমের ছোঁয়া। ক্যামেরা বন্দি করল জি ২৪ ঘণ্টা। 

2/11

মধ্যকলকাতার সর্বজনীন লক্ষ্মীপুজো কমিটির এ এক অনবদ্য প্রয়াস। 

3/11

বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সাজল লক্ষ্মীপুজোর মণ্ডপ। 

4/11

বাংলা ভাষার কথা স্মরণ করিয়ে একুশ তম বর্ষে তাঁদের প্রয়াস - একুশে চেতনা, 'মোদের গর্ব মোদের ভাষা, আমরি বাংলা ভাষা'

5/11

পুজো কমিটির বার্তা, অন্য সমস্ত কিছুর মতোই যেন বাংলা বর্ণমালাকেও সসম্মানে স্বরণ করা হয়। 

6/11

বলার অপেক্ষা রাখে না এক অনবদ্য মণ্ডপ তৈরি করে সকলের নজর কেড়েছেন পুজোর উদ্যোক্তারা। 

7/11

বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে তাঁদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। 

8/11

মণ্ডপে মায়ের সঙ্গেই তুলনা করা হয়েছে আমাদের মাতৃভাষা বাংলাকে। 

9/11

বাংলাদেশের ভাষা শহিদ স্মারকের আদলে তৈরি হয়েছে মূল মণ্ডপ। 

10/11

রয়েছে একাধিক দৃষ্টান্তমূলক বার্তা। 

11/11

সব মিলিয়ে এই মণ্ডপ যে এক অনবদ্য বার্তা দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।