Hooghly: পরকীয়ায় চরম পরিণতি! মাঝরাস্তায় তিন মহিলার কাছে বেধড়ক মার...
Hooghly: বিষ পান করলেও পিছিয়ে যায় তাঁর প্রেমিক। তারপর থেকে তাঁকে কিছুতেই ধরতে পারা যাচ্ছিল না। আজ কোন্নগর বইমেলার সামনে দেখতে পেয়ে তাঁকে চেপে ধরেন।
1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
মহিলার দাবি, তিনি বিষ পান করলেও পিছিয়ে যায় তাঁর প্রেমিক। দু দিন যমে-মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মহিলা। এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় তাঁকে ব্লক করে দেয় প্রেমিক যুবক। তারপর থেকে তাঁকে কিছুতেই ধরতে পারা যাচ্ছিল না। আজ কোন্নগর বইমেলার সামনে দেখতে পেয়ে তাঁকে চেপে ধরেন। যুবকের দাবি তাঁর থেকে তিন লাখ টাকা চেয়েছিল প্রেমিকা।
6/6
photos