৪৫ বছরের যাত্রা শেষ! রাস্তায় আর দেখা যাবে না 'মুম্বই কি জান' পদ্মিনী ট্যাক্সি

Oct 13, 2019, 16:32 PM IST
1/5

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

সড়ক, ট্যাক্সি নম্বর ৯২১১, কিউকি ম্যায় ঝুট নেহি বোলতা...। আরও অজস্র বলিউড সিনেমায় আপনিও হয়তো দেখেছেন এই ট্যাক্সি। হলুদ-কালো রঙের আইকনিক সেই ট্যাক্সি। মুম্বইয়ের রাস্তায় একটা সময় দাপিয়ে বেড়াত। মুম্বই কি জান পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না। 

2/5

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

২০০০ সালের পর আর এই ট্যাক্সির উত্পাদন করেনি ফিয়েট সংস্থা। তার পর ২০১৩ থেকে ২০ বছরের পুরনো ট্যাক্সির উপর নিষেধাজ্ঞা জারি হয়। তার পরও ৫০টির মতো পদ্মিনী ট্যাক্সি দেখা যেত মুম্বইয়ের রাস্তায়। এবার তাও বন্ধ। 

3/5

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

১৯৭৪ সাল থেকে যাত্রা শুরু করেছিল এই ট্যাক্সি। রানি পদ্মিনীর নামে করা হয়েছিল এই ট্যাক্সির নামকরণ। নয়ের দশকে ৬৩,২০০টি পদ্মিনী ট্যাক্সি মুম্বই ট্রান্সপোর্ট বিভাগে রেডিস্টার হয়েছিল। তা কমতে কমতে শেষে ৫০টিতে এসে ঠেকেছে। 

4/5

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

মায়ানগরী মুম্বইয়ে একটা সময় পিজ্জার থেকেও জনপ্রিয় হয়ে উঠেছিল পদ্মিনী ট্যাক্সি। ঠিক যেমন কলকাতার কথা উঠলেই শহরের হলুদ ট্যাক্সির প্রসঙ্গ ওঠে! ঠিক তেমনই মুম্বইয়ের পরিচয় যেন বহন করে চলেছিল পদ্মিনী ট্যাক্সি। 

5/5

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

পদ্মিনী ট্যাক্সি আর দেখা যাবে না

১৯৭৪ থেকে ২০০০ সাল পর্যন্ত পদ্মিনী ট্যাক্সির উত্পাদন হয়েছিল। তার পর থেকে হাতে গোনা কিছু মানুষ এই বিখ্যাত গাড়ি চালাতেন। কিন্তু এবার আর পদ্মিনী ট্যাক্সি নিয়ে রাস্তায় বেরনো যাবে না বলে নির্দেশ দিয়েছে প্রশাসন।