Last Lunar Eclipse of 2021: সাবধান! শেষ চন্দ্র গ্রহণের কুপ্রভাব পড়বে এই রাশির উপর

Oct 23, 2021, 21:22 PM IST
1/6

গ্রহণ

Eclipse

নিজস্ব প্রতিবেদন: জ্যোতিষ শাস্ত্র (Astrology) মতে, প্রতিটি গ্রহণেরই (Eclipse) একটা অশুভ দিক থাকে। প্রতিটা জীবন্ত প্রাণীর উপরই নাকি সেই প্রভাব পড়ে। অবশ্যই মানুষও তাঁর মধ্য়ে একজন। বলা হয় গ্রহণের (Eclipse) সময় নাকি কোনও শুভ কাজ করা উচিত নয়। 

2/6

চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) কী?

what is Lunar Eclipse

মহাকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থানের হেরফেরের জন্য গ্রহণ (Eclipse) হয়। যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝে আসে এবং চাঁদ সম্পূর্ণ ভাবে বা অসম্পূর্ণ ভাবে ঢাকা পড়ে যায় এবং সূর্য-পৃথিবী-চাঁদ সরলরেখায় অবস্থান করে, তখন চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) হয়। 

3/6

এবার কবে হবে চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)?

When Lunar Eclipse

২০২১-এর ২৬ মে ছিল বছরের প্রথম চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)। ১৯ নভেম্বর হতে চলেছে বছরের শেষ চন্দ্র গ্রহণ (Last Lunar Eclipse of 2021)।

4/6

কোথা থেকে দেখা যাবে চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)?

from Where Lunar Eclipse will be seen

ভারত থেকে দেখা যাবে সেই গ্রহণ (Eclipse)। এছাড়া আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকেও সেই গ্রহণ দেখা যাবে। 

5/6

বছরের শেষ চন্দ্র গ্রহণ

Last Lunar Eclipse of 2021

বলা হচ্ছে, বছরের এই শেষ চন্দ্র গ্রহণটি (Lunar Eclipse) নাকি ভারত তথা গোটা বিশ্বের কাছে খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কয়েকটি রাশির জাতকদের কাছেও এই চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) গুরুত্বপূর্ণ।

6/6

কাদের জন্য এবারের চন্দ্র গ্রহণটি (Lunar Eclipse) গুরুত্বপূর্ণ?

Who will be effected

জানা গিয়েছে এবার বছরের শেষ চন্দ্র গ্রহণটির (Lunar Eclipse) প্রভাব পড়তে চলেছে বৃষ (Taurus) রাশির জাতকদের উপর।