ভোটের মুখে দিল্লিবাসীর জন্যে ফ্রি ওয়াইফাই কেজরির, ‘মিথ্যেবাদী’ বলে বিঁধলেন গম্ভীর
Dec 04, 2019, 14:46 PM IST
1/5
S 5
আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার তা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১৬ ডিসেম্বর থেকে দিল্লিবাসী পাবেন ফ্রি ওয়াইফাই।
2/5
S 4
রাজ্যধানীর মানুষজনকে ইন্টারনেট পরিষেবা দিতে শহরজুড়ে বসানো হবে ১১,০০০ হটস্পট।
photos
TRENDING NOW
3/5
S 3
আপ প্রধান জানিয়েছেন, রাজধানীর ৪,০০০ বাসে ও জনবহুল এলাকায় ৭,০০০ জায়গায় বসানো হবে হটস্পট। এর জন্য খরচ হবে ১০০ কোটি টাকা।
4/5
S 2
কেজরি জানান, প্রত্যেকে প্রতিমাসে ১৫ জিবি ফ্রি ডেটা পাবেন দিল্লিবাসী।
5/5
s 1
বিধানসভা নির্বাচনের মাত্র ২ মাস আগের এই ঘোষণাকে গিমিক বলে নিশানা করলেন দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। সংবাদমাধ্যমে তিনি বলেন, ফের মিথ্যে বলছেন কেজরিওয়াল। সাড়ে চার বছর আগে ঠিক এই কথাই বলেছিলেন কেজরিওয়াল। সেই একইকথা আবার বলছেন। সামনেই নির্বাচন। তাই এ সবই তাঁর ভোট পলিটিক্সের অংশ।