চলতি বছরে ১ কোটি ৭৫ লক্ষ মানুষ যুক্ত হয়েছেন Jio নেটওয়ার্কে!

| May 04, 2020, 15:52 PM IST
1/5

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

সম্প্রতি ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ) আর্থিক হিসাব প্রকাশ করেছে Jio। ৩১ মার্চ Jio নেটওয়ার্কে মোট গ্রাহক সংখ্যা ছিল ৩৮ কোটি ৭৫ লক্ষ। সংস্থা জানিয়েছে, এই সময়ে মোট ১ কোটি ৭৫ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন Jio নেটওয়ার্কে।

2/5

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

মুকেশ আম্বানির সংস্থা জানিয়েছে, ২০১৯ সালের ৩১ মার্চ Jio-র মোট গ্রাহক সংখ্যা ছিল ৩০ কোটি ৬৭ লক্ষ। ২০১৯-’২০ আর্থিক বছরে মোট ৮ কোটি ৮ লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্ক ব্যবহার করা শুরু করেছেন।

3/5

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

সংস্থা জানিয়েছে, গত বছরের তুলনায় সংস্থার বৃদ্ধির পরিমাণ ২৬.৩ শতাংশ। ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গ্রাহক পিছু প্রতি মাসে ১৩০.৬ টাকা আয় হয়েছে Jio-র।

4/5

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

এই সময়ে (জানুয়ারি থেকে মার্চ) Jio-র গ্রাহকরা মোট ১,২৮৪ কোটি গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন যা গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় ৩৪.৩ শতাংশ বেশি।

5/5

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

গ্রাহক বাড়ল Jio নেটওয়ার্কে!

মুকেশ আম্বানির সংস্থা জানিয়েছে, ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি থেকে মার্চ) মোট ৮৭,৬৩২ কোটি মিনিট ভয়েস কল করেছেন Jio গ্রাহকরা।