সম্প্রতি ট্যাটু করা শিখেছেন আমির খান কন্যা ইরা। আর তা নিয়েই নিত্য নতুন 'এক্সপিরিমেন্ট' চালাচ্ছেন। নিজের হাতে প্রথমবার ট্যাটু বানানোর ছবি পোস্ট করেছেন ইরা। আর এরপরেই মৌলবাদীদের কটাক্ষের মুখে পড়তে হয় আমির কন্যাকে।
2/7
সম্প্রতি নূপুর শিখারে বলে এক ব্যক্তির হাতে ট্যাটু করে সেই ছবি পোস্ট করেছেন ইরা খান। ক্যাপশনে লিখেছেন, ''আমি আমার প্রথম ট্যাটুটি করে ফেলেছি! ধন্যবাদ নূপুর শিখারে আমার উপর বিশ্বাস রাখার জন্য। খুব একটা খারাপ হয়নি, তাই না? আমি মনে করি এটা আমার একটা বিকল্প ক্যারিয়ার হতে পারে।
photos
TRENDING NOW
3/7
ট্যাটু করার আগে অনুশীলনের একটি ছবিও পোস্ট করেছিলেন ইরা খান। সেসময় লিখেছিলেন অনুমান করুন এটা কী?
4/7
এদিকে ট্যাটু করার ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় কিছু মৌলবাদীদের কটাক্ষের মুখে পড়তে হয় ইরাকে। কিছুদন লেখেন, 'ইসলামে এটা হারাম'।
5/7
এক মৌলবাদী লিখেছেন, ''কিছু লোকজন নামের পরে খান, পাঠান, সইদ, হাশমি ব্যবহার করেন, অথচ তাঁরা আদপে মুসলিমই নয়''।
6/7
একজন ইরাকে প্রশ্ন করেছেন ''আপনি কীরকম মুসলিম, জানেননা ইসলামে এটা হারাম?''
7/7
তবে সবাই যে সমালোচনা করেছেন তেমনটাও নয়। অনেকেই ইরার সৃজনশীল কাজের প্রশংসা করেছেন। এই ট্যাটুর অর্থ ঠিক কী অনেকে এমন প্রশ্নও করেছন।