ঋণের কিস্তি স্থগিতের সময়সীমা আর বাড়ানো সম্ভব নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল RBI
Oct 10, 2020, 13:25 PM IST
1/5
করোনা ভাইরাস আঘাত হেনেছে দেশের অর্থনীতিতে। সেকথা মাথায় রেখে লোন মোরাটরিয়ামের সুযোগ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এবার সেই ভার আর নিতে রাজী নয় আরবিআই।
2/5
শনিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, গত ৬ মাস ঋণের কিস্তি স্থগিতের যে সুযোগ ঋণ গ্রহীতাদের দেওয়া হয়েছিল তা আর বাড়ানো সম্ভব নয়। কারণ তা ভবিষ্যতে ঋণদানের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। পাশাপাশি তা অর্থনীতির ওপরের প্রভাব ফেলবে।
photos
TRENDING NOW
3/5
উল্লেখ্য, করোনা সংক্রমণে দেশের বেহাল অর্থনীতির কথা মাথায় রেখে দুদফায় মোট ৬ মাসের জন্য ঋণের কিস্তি শোধের ওপরে স্থগিতাদেশ দেয় কেন্দ্র। পাশাপাশি ওই সময় কিস্তি না দিলেও ঋণের সুদের ওপরে যে সুদ দিতে হয় তা দিতে হবে না বলে গত ৩ অক্টোবর ঘোষণা করেছিল কেন্দ্র।
4/5
গত ৩ অক্টোবর কেন্দ্র জানায়, ঋণ গ্রহীতাদের ঋণের সুদের ওপরে যে সুদ দিতে হয় তা নেওয়া হবে না। তবে ওই নিয়ম প্রযোজ্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে। প্রসঙ্গত, সুদ মকুব করার আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় হলফনামা দিয়ে ওই কথা জানায় কেন্দ্র।
5/5
নতুন হলফনামায় আরবিআই জানিয়েছে, ঋণ দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে ঋণ পরিশোধের বিষয়টি বিবেচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি তারা পর্যালোচনা করে দেখেছে।