সত্যিই কি জিও এক লক্ষ গ্রাহককে টি-শার্ট দেবে!

Jan 06, 2019, 16:01 PM IST
1/7

ভাইরাল মেসেজ

সত্যিই কি জিও এক লক্ষ গ্রাহককে টি-শার্ট দেবে!

জিও-র গ্রাহক সংখ্যা পৌঁছেছে ২০ কোটি। তাই একটি হ্যাপি নিউ ইয়ার অফার এনেছে জিও। ওই অফারে টি-শার্ট দেবে মুকেশ অম্বানীর টেলিকম সংস্থা। সম্প্রতি একটি মেসেজ ভাইরাল হয়েছে হোয়াটস অ্যাপে।

2/7

সত্যিটা কী

সত্যিই কি জিও এক লক্ষ গ্রাহককে টি-শার্ট দেবে!

অনেকেরই প্রশ্ন, তাহলে কি সত্যিই জিও থেকে টি-শার্ট পাওয়া যাবে! জেনে নিন আসল সত্যিটা।

3/7

টি-শার্টের অফার

সত্যিই কি জিও এক লক্ষ গ্রাহককে টি-শার্ট দেবে!

ওই মেসেজে রয়েছে যে নিউ ইয়ার অফারে যে টি-শার্টটি দেবে, তা পাবেন মাত্র ১ লক্ষ গ্রাহক। তাই ওই টি-শার্ট পেতে গেলে রেজিস্টার করতে হবে নিজের নাম।

4/7

তথ্যের খতিয়ান

সত্যিই কি জিও এক লক্ষ গ্রাহককে টি-শার্ট দেবে!

সেই কারণেই মেসেজে একটি লিঙ্ক দেওয়া। ওই লিঙ্কে ক্লিক করলেই খুলছে একটি পেজ। যেখানে নিজের নাম, ঠিকানা-সহ আরও প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হচ্ছে।

5/7

টি-শার্টের রং

সত্যিই কি জিও এক লক্ষ গ্রাহককে টি-শার্ট দেবে!

সেখানে টি-শার্টের রং দেওয়া ছবি রয়েছে। সেই ছবিতে ক্লিক করে পছন্দের রঙের টি-শার্ট বেছে নেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে।

6/7

আসল সত্যি

সত্যিই কি জিও এক লক্ষ গ্রাহককে টি-শার্ট দেবে!

কিন্তু আসলে অক্টোবরেই জিও-র গ্রাহকের সংখ্যা ২৬ কোটি ছাড়িয়ে গিয়েছে। তাছাড়া জিও-র ওয়েবসাইটেও এমন কোনও অফারের অস্তিত্ব নেই। ফলে বোঝাই যাচ্ছে এই মেসেজটি ভুয়ো।

7/7

মার্কেটিং স্ট্রাটেজি

সত্যিই কি জিও এক লক্ষ গ্রাহককে টি-শার্ট দেবে!

আসলে এটা কোনও কোনও সংস্থার মার্কেটিং স্ট্রাটেজি। এভাবে নম্বর ও ঠিকানা-সহ অন্য তথ্য নিয়ে তারা নিজেদের কাজে ব্যবহার করে। তাই এই এসব মেসেজ এড়িয়ে চলাই ভালো।