প্রয়াগরাজ-হুবলিতে রেল স্টেশনে চালু বিমানবন্দরের মতো আধুনিক এই ব্যবস্থা

Jan 06, 2019, 15:21 PM IST
1/5

S 5

S 5

পরীক্ষামূলকভাবে নতুন একটি নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। স্টেশন সিল করা থাকবে। ট্রেন ছাড়ার ১৫-২০ মিনিট আগে তা খুলবে। তারপর নিরাপত্তা তল্লাশির পর ট্রেনে ওঠা। একেবারে বিমানবন্দরের মতো।

2/5

S 4

S 4

উন্নত প্রযুক্তির এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু করা হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও কর্ণাটকের হুবলিতে। দেশের মোট ২০২টি রেল স্টেশনে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন, আরপিএফ ডিরেক্টর অরুণ কুমার।

3/5

S 3

S 3

অরুণ কুমারের বক্তব্য, পরিকল্পনা রয়েছে রেল স্টেশন সিল করে দেওয়া হবে। তবে পরীক্ষা করে দেখা হচ্ছে আপাতত স্টেশনের কতটা অংশ সিল করা যাবে। যেখানে দেওয়াল তোলা যাবে না সেখানে কোলাপসিবল গেট দিয়ে তা করা হবে।

4/5

S 2

S 2

স্টেশনে ঢোকার প্রতিটি রাস্তায় থাকবে কড়া তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা। ট্রেন ছাড়ার ১৫-২০ মিনিট আগে স্টেশনে এলেই হবে।

5/5

s 1

s 1

২০১৬ সালে এই পরিকল্পনা করা হয়। এটিকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম বা আইএসএস। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, যাত্রী ও পণ্য তল্লাশি, বোমা নিষ্কৃয় করার ব্যবস্থা। গোটা ব্যবস্থা করতে মোট খরচ হচ্ছে ৩৮৫.০৬ কোটি টাকা।