বাড়ছে সমুদ্রের জলস্তর, ক্ষতি হতে পারে ভূগর্ভস্থ ইন্টারনেট ফাইবার কেবল

Jul 29, 2018, 14:56 PM IST
1/9

Cable_1

Cable_1

আগামী ১৫ বছরের মধ্যে কি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্জালে সঙ্কট দেখা হতে পারে? এমনই আশঙ্কা করছে নয়া মার্কিন গবেষণা। 

2/9

Cable_2

Cable_2

রিপোর্ট জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভূগর্ভে বিছিয়ে থাকা ফাইবার অপটিক কেবলে চাপ তৈরি হচ্ছে। আগামী ১৫ বছরের মধ্যে অপটিক কেবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

3/9

Cable_3

Cable_3

নিউ ইয়র্ক, সিটল, মায়ামির মতো সমুদ্র সৈকতে গড়া ওঠা শহরের গুলির ভূগর্ভে ফাইবার অপটিক কেবল ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। 

4/9

Cable_4

Cable_4

মনট্রিল ইন্টারনেট বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভে যে ভাবে অপটিক ফাইবার ক্ষতি হচ্ছে আগামী একশো বছরের মধ্যে  ইন্টারনেট প্রযুক্তিতে বড়সড় ধাক্কা খাবে মার্কিন যুক্তরাষ্ট্র।

5/9

Cable_5

Cable_5

কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর পল বারফোর্ড জানিয়েছেন, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূর্গভে বিছিয়ে থাকা অপটিক ফাইবার কেবলে।

6/9

Cable_6

Cable_6

বারফোর্ডের কথায়, এই সমীক্ষা দুর্ভাগ্যজনক। আমাদের হাতে ৫০ বছর সময় আছে যেখানে ইন্টারনেট পরিকাঠামোকে বাঁচিয়ে রাখতে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। কারণ পরবর্তী ৫০ বছরে কোনও কিছু করার থাকবে না।

7/9

Cable_7

Cable_7

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলের স্তর বাড়ছে। যার ফলে ভূর্গস্থ অপটিক ফাইবারে চাপ বাড়বে কয়েকগুণ।

8/9

Cable_8

Cable_8

সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগর্ভে প্রায় ৪ হাজার মাইল কেবল বিছিয়ে রয়েছে। ২০৩৩ সালের মধ্যে এই কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

9/9

Cable_9

Cable_9

বিশেষজ্ঞদের আরও দাবি, শুধুই মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বে এর প্রভাব পড়বে। অর্থাত্ বাদ যাবে না ভারতও। ভারতের মুম্বই, কোচি, চেন্নাই এবং টুটিকোরিন আন্তর্জাতিক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে।