World’s Worst Tsunami: ৯.৩ মাত্রার ভূমিকম্প! ৩০ মিটার উঁচু ঢেউ! 'বক্সিং ডে সুনামি'ই কি ইতিহাসের ভয়ংকরতম বিপর্যয়?
20th Anniversary of World’s Worst Tsunami: আজও সেটা স্মরণ করে মানুষ ভিতরে-ভিতরে কেঁপে ওঠেন! কেননা, এর ক্ষয়ক্ষতি, মৃত্যুর পরিমাণে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনটি এলেই আজও কেঁপে ওঠে সকলে। সে এক ভয়াবহ দিন ছিল। প্রথমে এক ভয়ংকর ভূমিকম্প (Earthquake)। পরে তার জেরে ঘটা ততোধিক ভয়ংকর সুনামি। এমন ভয়ংকর যে, তা প্রায় ইতিহাস তৈরি করে দিল। ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি। তারিখটা ২৬ ডিসেম্বর বলে যাকে বক্সিং ডে সুনামিও বলে। বলে আন্দামানের সুনামি, কিংবা ভারত মহাসাগরের সুনামি। সেই সুনামির দুই দশক পূর্ণ হল!
1/6
শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত
photos
TRENDING NOW
4/6
দুঃসহ স্মৃতি
5/6
৯.৩ মাত্রার ভূকম্প
6/6
দু লাখ ২৭ লক্ষ ৮৯৮ জন!
photos