Airstrike in Afghanistan: পাক বিমান হামলা আফগানিস্তানে! রাতের আকাশ ঘিরেছে আগুন! নিহত প্রায় ৫০...

Airstrike in Afghanistan: কয়েক মাস ধরেই পাকিস্তানি সেনার উপর হামলা বাড়িয়েছে আফগানিস্তানের পাক তালিবানি জঙ্গিগোষ্ঠী।

Dec 26, 2024, 16:10 PM IST
1/5

আফগানিস্তান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিনের আগের রাতে অর্থাৎ মঙ্গলবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ গেল অন্তত ৪৬ জনের। 

2/5

মৃতের সংখ্যা

নিহতের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। 

3/5

নারী ও শিশুসহ মৃত্যু

সংবাদমাধ্যমের দাবি হামলায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। একাধিক নারী ও শিশুসহ মৃত্যু হয়েছে আরও অন্তত ১০ জনের। 

4/5

মুর্গ বাজার

হামলায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বারমালের মুর্গ বাজার গ্রামটি। এখনও ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে।

5/5

ওয়াজিরিস্তান

আফগানিস্তানের শাসক তালিবান তাদের দাবি, ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরের নিরপরাধ সাধারণ মানুষকে নিশানা করে এই হামলা চালিয়েছে পাকিস্তান। দরকারে পাল্টা জবাব দেবে আফগানিস্তান।