শ্রাবণ মাসে শিবপুজোর এই বিধি মানলে নিশ্চিত রোগমুক্তি
Jul 29, 2018, 14:09 PM IST
1/8
shiva7
শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস।গোটা মাসজুড়ে মহাদেবকে প্রসন্ন করতে চেষ্টার ত্রুটি রাখেন না শিবভক্তরা। কথিত রয়েছে, শ্রাবণে পুজো করলে সন্তুষ্ট হন মহাদেব। মেলে রোগব্যধি থেকে মুক্তি।
2/8
shiva 6
কথিত রয়েছে, এই মাসেই মা পার্বতীর সঙ্গে ভূ-লোকে ভ্রমণে আসেন ভোলেনাথ। তখনই ভক্তদের সমস্ত সমস্যার সমাধান করেন। কীভাবে ভক্তের ভগবান শিবকে প্রসন্ন করবেন-
photos
TRENDING NOW
3/8
shiva 6
ভক্তরা সকলেই বিশ্বাস করেন, নিজের নামের মতোই ভোলা শিব। আবার স্ত্রীর মৃত্যুর শোকে তাণ্ডবও করতে পারেন। সে জন্যই শিবের মতো স্বামী প্রার্থনা করেন মহিলারা।
4/8
shiva5
অল্পেই সন্তুষ্ট হন শিব। তাঁর পুজোর উপাচারও সহজে জোগাড় করা যায়। ধুতরো বা আকন্দ ফুল, কাঁটা ফল দিয়েই শিবপুজো করা যায়। বাড়িতে বসেও মহাদেবের অভিষেক করতে পারেন।
5/8
shiva4
সকালে স্নান করে জলের মধ্যে দুধ ও কালো তিল নিন। সেই জল দিয়ে শিবের অভিষেক করুন। তামার পাত্রই ব্যবহার করা শ্রেয়। তামা ছাড়া অন্য কোনও ধাতুর পাত্র ব্যবহার করবেন না।
6/8
shiva3
অভিষেক করার সময়ে 'ওঁ নমঃ ভগবতে রূদ্রায়' মন্ত্রের জপ করুন।শিবের অভিষেক করার সময়েই রোগমুক্তির প্রার্থনা করুন।
7/8
shiva2
প্রতি সোমবার রাত ৯টা ১৫ মিনিটের পর সংকল্প করুন, আপনার মনোষ্কামনা পূর্ণ হলে কাঁচা দুধে শিবের অভিষেক করবেন।
8/8
shiv puja 1
১১ হাজার বা ২১ হাজার বা ১.২৫ লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে পারেন। তবে মন্ত্র পাঠের আগে বেশ কয়েকটি বিধি মানতে হয়। এনিয়ে শাস্ত্রবিশারদদের সঙ্গে এনিয়ে আলোচনা করে নিতে পারেন।