করোনাভাইরাস আতঙ্ক! বলে থুতু লাগাবেন না ভারতের তারকা পেসার

Mar 11, 2020, 16:41 PM IST
1/5

বলে থুতু মাখাবেন না ভুবি

বলে থুতু মাখাবেন না ভুবি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলার জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া। তবে করোনাভাইরাসের আতঙ্কে জেরবার ভারতীয় দলের ক্রিকেটাররা। 

2/5

বলে থুতু মাখাবেন না ভুবি

বলে থুতু মাখাবেন না ভুবি

কাল ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দলের তারকা পেসার ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে ভারতীয় দলের ক্রিকেটাররা। 

3/5

বলে থুতু মাখাবেন না ভুবি

বলে থুতু মাখাবেন না ভুবি

গোটা সিরিজে বলে থুথু লাগাবেন না বলে জানিয়েছেন ভুবি। সাধারণত বলে পালিশ করতে অনেক সময় থুথু লাগান বোলাররা। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কের মাঝে ভুবি সেটা করবেন না বলে জানিয়েছেন। 

4/5

বলে থুতু মাখাবেন না ভুবি

বলে থুতু মাখাবেন না ভুবি

টিম মিটিংয়ে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন বলেও জানিয়েছেন ভুবি। তাঁর সাফ বক্তব্য, ''আমি ব্যক্তিগতভাবে থুথু দিয়ে বলের পালিশ করব না। সতর্কতা অবলম্বন করা ছাড়া এখন আর উপায় নেই।'''

5/5

বলে থুতু মাখাবেন না ভুবি

বলে থুতু মাখাবেন না ভুবি

দীর্ঘদিন পর আবার ভারতীয় দলে ডাক পেয়েছেন ভুবি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনি নিজেকে নতুন করে প্রমাণ করার মরিয়া চেষ্টা করবেন বলে জানিয়েছেন।