গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্ট, ভারতে ঢোকার জন্য পাক লঞ্চপ্যাডে হাজির জঙ্গিদের দল

Aug 12, 2020, 19:46 PM IST
1/5

চিনা আর্মির সঙ্গে ভারতীয় সেনাদের বিবাদের পর সব নজর লাদাখে। আর এই সুযোগে সীমান্তে জঙ্গিদের দল এনে জড়ো করছে পাকিস্তান।গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্টে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

2/5

শুধুমাত্র লস্কর ই তৈবা, জঈশ ই মহম্মদ বা হিজবুল মুজাহিদিনের মতো বড় জঙ্গি সংগঠনই নয়, পাক সেনার মদতে ভারতে ঢোকার জন্য সীমান্তে অপেক্ষা করছে অনেক ছোটখাটো সংগঠনের জঙ্গিরা। রিপোর্টে জানানো হয়েছে এমনই। 

3/5

পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে সীমান্তে পাকিস্তানি সেনার লঞ্চপ্যাডে ডজনখানেক জঙ্গি ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে সেখানকার শান্তি বিঘ্নিত করতেই জঙ্গিদের এদেশে ঢোকাতে চাইছে পাকিস্তান। 

4/5

গোয়েন্দাদের রিপোর্ট বলছে, পাক অধিকৃত কাশ্মীরের সর্দালিতে ছজন লস্কর জঙ্গি অবস্থান করছে। ভারতীয় ভূখণ্ডের মক্কাল সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে তারা। ওই এলাকায় সীমান্তে দায়িত্ব ৫৬ রাষ্ট্রীয় রাইফেলস-এর জওয়ানদের হাতে। 

5/5

ফুলওয়ালে ৭ জন লস্কর জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে। দেগওয়ার এলাকা দিয়ে ঢোকার চেষ্টা করছে তিন জঙ্গি। ভিম্বের গল্লি দিয়ে পাঁচ পাক জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা চালাবে। গোয়েন্দাদের রিপোর্টে এমনই বলা হয়েছে।