EXPLAINED | India vs Australia: সিরিজের মাঝেই ট্রফি ভারতের! ধাঁধা জিইয়ে রাখলেন রোহিত, শুভমনের রিপোর্টও চলে এল
Pink-Ball Practice Match Points: ওয়ার্ম-আপে অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল ভারতীয় দলের, এবার দেখার গোলাপি বলে কী হয়...
Pink-Ball Practice Match Points
1/5
ভারত বনাম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী একাদশ
পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT 20240-25) ১-০ এগিয়ে গিয়েছে। এবার ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু। রোহিত চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। তাঁর নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে নামার আগে রোহিতের ভারত, দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলল অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির দলের বিরুদ্ধে। ভারত এই ম্য়াচ জিতল ৬ উইকেটে
2/5
প্রধানমন্ত্রী একাদশের ইনিংস
মানুকা ওভালে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে যাওয়ায়, ঠিক হয়ে যে ৫০ ওভারের খেলা হবে। তারপর ৪৬ ওভারে খেলা হয়। প্রধানমন্ত্রীর টিম খেলে জ্যাক এডওয়ার্ডসের নেতৃত্বে। তাঁরা টস হেরে প্রথমে ব্য়াট করে ২৪০ রান তুলেছিল। ওপেনার স্য়াম কনস্টাস ৯৭ বলে ঝকঝকে ১০৭ রানের ইনিংস খেলেছেন। তিনিই হয়েছেন ম্য়াচের সেরা। ভারতের হয়ে তরুণ পেসার হর্ষিত রানা তুলে নেন ৪ উইকেট। বাংলার হয়ে খেলা বিহারি পেসার আকাশ দীপ নিয়েছেন ২ উইকেট। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন এক উইকেট।
photos
TRENDING NOW
3/5
ভারতের ইনিংস
পারথ টেস্টের দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল ওপেন করতে নেমেছিলেন এদিন। যদিও দলে ছিলেন রোহিত। ৫৯ বলে ৪৫ রান করে যশস্বী আউট হয়ে যান। ৪৪ বলে ২৭ করে অবসৃত হন রাহুল। শুভমন গিল নেমেছিলেন তিনে। এরপর চারে নামেন রোহিত! যা দেখে অনেকই চমকে গিয়েছেন। তাহলে রোহিত কি গোলাপি টেস্টে চারে নামবেন? ধাঁধা জিইয়ে রাখলেন রোহিত! যদিও বিরাট কোহলি ব্যাট করেননি!
4/5
শুভমনের রিপোর্টও চলে এল
পারথ টেস্টের আগে ওয়াকাতে ওয়ার্ম-আপের সময়ে শুভমন গিল তাঁর বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। স্লিপে ফিল্ডিং করার সময়ে শুভমন বাঁ-হাতে চোট পেয়েছিলেন। পারথ টেস্টের শুভমন খেলেননি চোটে কাবু হয়ে। শুভমন কি আদৌ খেলবেন দিন-রাতের টেস্টে? এই প্রশ্ন উঠছিল। তবে উত্তরও চলে এল। তিনে নেমে ৬২ বলে শুভমন অর্ধ-শতরানের ইনিংস খেলে অবসৃত হন। হাঁকিয়েছেন ৭টি চার। যা বুঝিয়ে দিল যে, শুভমন তৈরি অ্যাডিলেড যুদ্ধের জন্য়।
5/5
নীতীশ কুমার-ওয়াশিংটন রেড্ডি
photos