KOLKATA | Diljit Dosanjh's Dil-Luminati Concert: কলকাতায় এসে রবীন্দ্রনাথ-জীবনানন্দকে ছুঁয়ে গেলেন দিলজিৎ, মঞ্চে উঠে বললেন...

Diljit Dosanjh: শনিবার, কলকাতা সফরের দ্বিতীয় দিনে তিনি শহরের অন্যতম প্রাণকেন্দ্র 'কফি হাউসে' গিয়েছিলেন।

Dec 01, 2024, 18:41 PM IST
1/5

কলকাতা কনসার্ট

Diljit Dosanjh

২৭ নভেম্বর কলকাতায় এসে পৌঁছেছিলেন দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি। হলুদ ট্যাক্সিতে চেপে গিয়েছেন হাওড়া ব্রিজ। কখনও আবার দক্ষিণেশ্বর কালী দর্শন।

2/5

কলকাতা কনসার্ট

Diljit Dosanjh

শনিবার, কলকাতা সফরের দ্বিতীয় দিনে তিনি শহরের অন্যতম প্রাণকেন্দ্র 'কফি হাউসে' গিয়েছিলেন। খোলা জানালার পাশে বসে কফির কাপে চুমুক দিতে  দিতে দেখলেন কলেজ স্ট্রিটের ব্যস্ততাকে। 

3/5

কলকাতা কনসার্ট

Diljit Dosanjh

অবশেষে নভেম্বর মাসের শেষ সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠান সারলেন দিলজিৎ দোসাঞ্জ। দিলজিৎ শুরু করেছিলেন দেশের রাজধানী দিয়ে। আর দিল্লি মাতিয়ে তিনি কলকাতা কাঁপিয়ে দিলেন। 

4/5

কলকাতা কনসার্ট

Diljit Dosanjh

দু’দিন ধরে শহর ঘুরছেন। খুব ভাল লেগেছে তাঁর এই শহর। বাদ দেননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ।

5/5

কলকাতা কনসার্ট

Diljit Dosanjh

দিলজিৎ-এর কথায়, 'কলকাতা বড় বড় শিল্পীদের জন্মভূমি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। কিন্তু ওঁকে বিশ্ব সঙ্গীত লেখার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তখন বলেছিলেন সেটা গুরু নানক আগেই লিখে গিয়েছেন।'