জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস? কী করে জীবানুমুক্ত করবেন সেগুলিকে?

| Apr 13, 2020, 20:57 PM IST
1/5

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ মানুষেরই ভরসা সচেতনতা আর পরিচ্ছন্নতায়। তা-ও পেটের টানে সপ্তাহে অন্তত দু-একবার দোকানে, বাজারে বেরতেই হচ্ছে মানুষকে। এই অবস্থায় যদি জামা-কাপড়ে লেগে যায় করোনাভাইরাস? জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে এই ভাইরাস? কী করে জীবানুমুক্ত করবেন সেগুলিকে? জেনে নিন...

2/5

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

একাধিক গবেষণায় দেখা গিয়েছে, প্লাস্টিক এবং ধাতব বস্তুর উপর ভাইরাসটি ৩ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কারণ, এই উপাদানগুলির উপরিভাগ ছিদ্রহীন হওয়ায় ভাইরাস দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে।

3/5

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

অন্য দিকে গবেষকরা জানাচ্ছেন, জামা-কাপড়ের ছিদ্রযুক্ত পৃষ্ঠতল ভাইরাসটিকে আটকে রাখে এবং সংক্রমিত হতে দেন না। ফলে জামা-কাপড়ে ঘণ্টা খানেকের বেশি বেঁচে থাকতে পারে না এই ভাইরাস।

4/5

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গিয়েছে, করোনাভাইরাস ছিদ্রহীন পৃষ্ঠে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। অর্থাৎ, জামা-কাপড় করোনাভাইরাসের সংক্রমণের উপযুক্ত মাধ্যম নয়। তবে তাই বলে একে সম্পূর্ণ নিরাপদও বলা যায় না।

5/5

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস?

কারণ, জামা-কাপড়ের গায়ে লেগে থাকা ভাইরাস কণা হাতের মাধ্যমেও নাক, মুখ বা চোখের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তাই ব্যবহৃত জামাকাপড় নিয়মিত উষ্ণ সাবান-জলে ভাল করে ধুয়ে ফেলতে হবে। না হলে সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যায়।