Z Morh Tunnel: প্রবল তুষারপাতেও হাতের নাগালে সোনমার্গ-লাদাখ, প্রধানমন্ত্রীর হাত ধরে খুলে গেল Z Morh টানেল

Jan 13, 2025, 14:12 PM IST
1/5

সোনমার্গ

সোনমার্গ

বছরের সব সময়েই এবার যাওয়া যাবে সোনমার্গের ট্যুরিস্ট রিসর্টগুলিতে। সোমবার জম্মু ও কাশ্মীরের গান্ডেলবাল জেলায় প্রধানমন্ত্রীর হাত ধরে খুলে গেল  Z Morh টানেল। এটির দৈর্ঘ ৬.৫ কিলোমিটার।  

2/5

টানেলটি ঘুরে দেখেন মোদী

টানেলটি ঘুরে দেখেন মোদী

সোমবার ফিতে কেটে টানেলটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী টানেলটি ঘুরে দেখেন। প্রকল্পে যারা কাজ করেছেন সেইসব আধিকারিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রবল প্রতিকুল পরিস্থিতিতে কাচজ করার জন্য শ্রমিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

3/5

কারা উপস্থিত ছিলেন

কারা উপস্থিত ছিলেন

টানেল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, লেফটেন্যান্ট জেনারেল মেনাজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি।

4/5

দুই লেনের টানেল

দুই লেনের টানেল

শ্রীনগর-লেহ জাতীয় সড়কে এই টানেল দুই লেনের। এই টানেল চালু হওয়ার ফলে বছরভর লাদাখের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

5/5

খরচ

খরচ

২০১৫ সালে এই টানেলের কাজ শুরু হয়েছিল। কাজ শেষ হয় ২০২৩ সালে। এই টানেল তৈরিতে খরচ হয়েছে ২৭০০ টাকা।  Z-Morh টানেল সমতল থেকে ৮৬৫০ ফিট উঁচুতে। এটির সঙ্গে সরয়েছে সাড়ে সাত মিটার এসকেপ প্যাসেজ।