Gold Price: বছরশেষে দুঃসংবাদ! বিয়ের মরসুমে সোনার দাম বেড়ে দাঁড়াল...

Gold Price: ওপার বাংলায় ফের আকাশছোঁয়া সোনার দাম। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ৮৮ টাকা। 

Dec 18, 2024, 23:09 PM IST
1/5

বাংলাদেশে সোনার দাম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওপার বাংলায় ফের আকাশছোঁয়া সোনার দাম। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ৮৮ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা। নতুন এই দর বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

2/5

বাংলাদেশে সোনার দাম

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

3/5

বাংলাদেশে সোনার দাম

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৪৭৮প টাকা নির্ধারণ করা হয়েছে।  

4/5

কলকাতায় সোনার দাম

অন্যদিকে, বুধবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ১৩৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ১৫০ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য কমল। 

5/5

কলকাতায় সোনার দাম

গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্টোবর, নভেম্বর মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে,  অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল।