এই দুঃসময়ে যৌন কর্মীর সন্তানদের সাহায্যে এগিয়ে এলেন গৌতম গম্ভীর, বড় পদক্ষেপ

Jul 31, 2020, 18:42 PM IST
1/5

এর আগে বৃহন্নলাদের জন্য পদক্ষেপ করেছিলেন। এবার যৌন কর্মীদের মেয়েদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিলেন গৌতম গম্ভীর।

2/5

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ও বর্তমানে বিজেপি সাংসদ গম্ভীর ২৫ জন যৌনকর্মীর মেয়েদের দায়ভার নিলেন। 

3/5

নয়াদিল্লির জিবি রোডে জীবিকা নির্বাহ করেন ওই ২৫ জন যৌন কর্মী। তাঁদের মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসহ সমস্তরকম দায়িত্ব নিলেন গম্ভীর।

4/5

গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থা ইতিমধ্যে দশজন মেয়ের নাম নথিভুক্ত করেছে। জানানো হয়েছে, আরও ১৫ জনের নামের তালিকা করা হবে। এই মেয়েরা আপাতত হোমে রয়েছে। তবে তাদের কারও নাম জানানো হবে না।

5/5

গম্ভীরের এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ২০০ জন শহিদের সন্তানদের ভবিষ্যত্ গঠনের দায়িত্বও নিয়েছে। এবার পাঁচ থেকে ১৮ বছর বসয়ী মেয়েদের যাবতীয় দায়িত্ব নিলেন গম্ভীর।