প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পাঠালেন 'পাকিস্তানি বোন', এবার সঙ্গে আবদারও এল

Jul 31, 2020, 17:03 PM IST
1/5

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রতিবারের মতো এবারও রাখি পাঠালেন পাকিস্তানের কামার মহসিন শেখ। গত ২৫ বছর ধরে তিনি নমোর জন্য রাখি পাঠান।

2/5

এবার অবশ্য রাখির সঙ্গে আবদারও এল। তিনি বলেছেন, কখনও নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আমন্ত্রণ জানালে তিনি খুশিই হবেন। এবং আসবেনও। 

3/5

মহসিন বলেছেন, "বছরে এই একটা দিনই বড় দাদার জন্য রাখি পাঠাতে পারি। আশা করব, আগামী পাঁচ বছর ওঁর জীবনে যেন সব ভাল হয়। যে কটা বলিষ্ঠ সিদ্ধান্ত উনি নিয়েছেন সেগুলো যেন দিশা পায়।"

4/5

মহসিন জানিয়েছেন, কোরানে কোথাও তিন তালাকের কথা লেখা নেই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার তিন তালাক বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে ঠিক। মুসলিম মহিলারা মোদীর এই সিদ্ধান্তে খুশি।

5/5

কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা লোপের বিষয়টিকেও মোদী সরকারের সঠিক পদক্ষেপ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পাকিস্তানি বোন। ৩ অগাস্ট দেশজুড়ে রাখি উত্সব পালন করা হবে। বারাণসীর রাখি শিল্পীরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ও সেনা জওয়ানদের জন্য রাখি পাঠিয়েছে বলে জানা গিয়েছে।