IPL 2021: ক্যামেরায় আসতেই যাঁরা হয়েছেন 'Mystery girl'! কেউ ধোনির সুপার ফ্যান তো, কেউ মিস ইন্ডিয়া

Apr 18, 2021, 20:53 PM IST
1/7

'Mystery girl' এই শব্দবন্ধের সঙ্গে আইপিএলের (IPL) ফ্যানেরা বেশ পরিচিত। করোন পূর্ববতী আইপিএলে যখন স্টেডিয়ামগুলি হাউসফুল থাকত, তখন গ্যালারিতে ঠিক কোনও না কোনও ফ্যান আলাদা করে নজর কেড়েছেন ক্যামেরার। রাতারাতি তাঁদের জীবনে বদলে গিয়েছে। কেউ রাতারাতি হয়ে গিয়েছেন 'ন্যাশনাল ক্রাশ', তো কারোর পরে পরিচিতি জানা গিয়েছে কোনও ক্রিকেটারের বোন হিসাবেই। সেরকমই সব নজরকাড়া রহস্যময়ী কন্যাদের ফিরে দেখা এই ছবির গল্পে।

2/7

Kaviya Maran - প্রথমেই আসবে তাঁর নাম, ঘটনাচক্রে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad, SRH) এই ফ্যান টিমেরই সিইও। সান মিউজিক ও সান টিভি-র এফএম চ্যানেলগুলির মালিক কালনিথি মারানের কন্যা কাব্য মারান। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders, KKR) সঙ্গে নিজের দলের ম্যাচ চলাকালীন ক্যামেরার চোখে পড়তেই তিনি হয়ে যান সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়। দল হারলে তাঁর অভিব্যক্তিও ফ্যানেদের মন ভেঙে দেয়। প্রায় দলের সব ম্যাচেই ম্যাচে থাকার চেষ্টা করেন কাব্য়।

3/7

Navnita Gautam- আইপিএলের ইতিহাসে লেখা থাকবে নবনীতা গৌতমের নাম। কানাডায় টরেন্টো ন্যাশনালসের (Toronto Nationals) হয়ে গ্লোবাল টি-২০ লিগে (Global T20 League) মাসাজ থেরাপিস্ট হিসাবে কাজ করা নবনীতাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore, RCB) মাসাজ থেরাপিস্ট হিসাবেই উড়িয়ে আনেন। তিনিই আইপিএলের প্রথম মহিলা সাপোর্ট স্টাফ।

4/7

Riana Lalwani- রিয়ানা লালওয়ানিকে খবরে আসেন গতবার আইপিএলে। মরুদেশ দুবাইয়ে মুম্বই-পঞ্জাব ম্যাচ চলাকালীন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসেন রিয়ানা। তাঁর অভিব্যক্তি ও চাউনি নিয়ে চর্চায় মাতে সোশ্যাল মিডিয়া। তাঁর নাম দেওয়া হয়েছিল 'দ্যাট সুপার ওভার গার্ল'(‘That Super Over girl’)

5/7

Malti Chahar- মালতী চাহার নামটা প্রথমে এসেছিলে ২০১৮ সালেই। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians, MI) ম্যাচ চলছিল পুনেতে। রুদ্ধশ্বাস ম্যাচে তাঁর চিন্তাগ্রস্ত অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়েছিল। তারপরেই তিনি ভাইরাল হয়ে যান। পরে জানা যায়, কাব্য সিএসকে-র বোলার দীপক চাহারের (Deepak Chahar) নিজের বোন।

6/7

Aditi Hundia- অদিতি হুন্ডিয়াকে নিয়ে বিরাট সরগরম হয়েছিল সোশ্য়াল মিডিয়া। ২০১৯ সালের আইপিএল ফাইনাল খেলেছিল চেন্নাই-মুম্বই। সেই ম্যাচে একটাবার তাঁকে জায়ান্ট স্ক্রিনে দেখানো মাত্রই সেই রাতে তাঁর ইনস্টাগ্রামে তাঁর কয়েক ঘণ্টায় ফলোয়ার হয়ে গিয়েছিল 100k। দুরন্ত সুন্দরী অদিতি নিছকই ফ্যান নন, তিনি পোল্যান্ডে মিস সুপারন্যাশনাল (Miss Supranational) জেতেন, হন মিস ইন্ডিয়া রাজস্থানও (Miss India Rajasthan)। ধোনি-কোহলির ফ্যান হিসাবে নিজেকে পরিচয় দেওয়া অদিতি ঈশান কিশানের (Ishan Kishan) সঙ্গে ডেটিং করেছেন বলেও জানা যায়।

7/7

Deepika Ghose- আরসিবি-র সুপার ফ্যান বা  'RCB Girl' বলে পরিচিত দীপিকা ঘোষ! প্রতি ম্যাচে বিরাটদের সমর্থনে গলা ফাটাতে মাঠে আসতেন তিনি। আর এই দীপিকাই রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন। হাজার-হাজার, লক্ষ-লক্ষ মানুষ শুধু জানতে চেয়েছিলেন কে এই দীপিকা! তাঁর জীবনই রাতারাতি বদলে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার জন্য। এই মাধ্যমের কালো দিকটা দেখেছিলেন দীপিকা। অজস্র ভুয়ো তথ্য তাঁর সম্বন্ধে প্রচারিত হতে থাকে সর্বত্র। এমনকী মহিলাদের থেকেও কটুক্তি হজম করতে হয়েছিল দীপিকাকে।