দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ জঙ্গল, ভয়াবহ দাবানলে বিপন্ন বন্যপ্রাণীরা

May 27, 2020, 15:35 PM IST
1/5

উত্তরাখণ্ডে দাবানল

উত্তরাখণ্ডে দাবানল

দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনভূমি। দাবানলের জেরে জঙ্গলের জীববৈচিত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।বন্যপ্রণীদের জীবনও বিপন্ন।

2/5

উত্তরাখণ্ডে দাবানল

উত্তরাখণ্ডে দাবানল

বন দফতর জানিয়েছে, কুমায়ুনের জঙ্গল সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। নৈনিতাল, আলমোরা, পউরি গাড়ওয়াল, দেরাদুন এবং তেহরি অঞ্চলের বিস্তীর্ণ জঙ্গলেও আগুন ছড়িয়েছে বলে জানা গিয়েছে।

3/5

উত্তরাখণ্ডে দাবানল

উত্তরাখণ্ডে দাবানল

গত চারদিন ধরে বিস্তীর্ণ বনভূমিতে আগুন ছড়িয়েছে। ১২০০ হেক্টর বনভূমিতে ইতিমধ্যে দাবানল ছড়িয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। 

4/5

উত্তরাখণ্ডে দাবানল

উত্তরাখণ্ডে দাবানল

এই নিয়ে ৪৬টি দাবানলে ক্ষতিগ্রস্থ হল উত্তরাখণ্ডের জঙ্গল। বনভূমির অর্ধেকের বেশি প্রজাতির বন্যপ্রাণীর জীবন বিপন্ন। গত চারদিন ধরে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে উদ্বেগ বাড়ছে।

5/5

উত্তরাখণ্ডে দাবানল

উত্তরাখণ্ডে দাবানল

৩৪ হাজার স্কোয়্যার কিমি অঞ্চলজুড়ে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনভূমি। ২৩ মে শ্রীনগর জেলায় প্রথম আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উত্তরাখণ্ডের দাবানলের জেরে দেশের তাপমাত্রা ০.০২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে।