আতঙ্ক বাড়িয়ে একের পর এক উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

| May 27, 2020, 14:14 PM IST
1/5

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

কিছুতেই নির্মূল করা যাচ্ছে না করোনাভাইরাস। বার বার ফিরে আসছে করোনা আতঙ্ক! ফের চিনের উহানে মিলল করোনা আক্রান্তের হদিশ! তবে আক্রান্তদের বেশির ভাগের মধ্যেই করোনা সংক্রমণের কোনও রকম উপসর্গই নেই বলে জানা গিয়েছে।

2/5

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

এই উহানের মাছ-মাংসের বাজার থেকেই ডিসেম্বরে দাবানলের মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। ৭৬ দিনের টানা লকডাউন চলার পর ৮ এপ্রিল খুলে দেওয়া হয় উহানের সীমান্ত। আর তার পরই ফের করোনা আক্রান্তের খবর মিলছে চিনের এই এলাকা থেকে।

3/5

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

জানা গিয়েছে, বুধবার ওই অঞ্চলের অন্তত ২৮ জনের শরীরে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে বেশির ভাগের মধ্যেই করোনা সংক্রমণের কোনও রকম উপসর্গই নেই। এই উপসর্গহীন করোনা আক্রান্তরাই চিন্তা বাড়াচ্ছে চিনা গবেষকদের।

4/5

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

মনে করা হচ্ছে, ‘কমিউনিটি ট্রান্সমিশন’ বা গোষ্ঠী সংক্রমণের ফলেই নতুন করে উহানে ফিরল এই মারণ ভাইরাস। উহানের জনসংখ্যা প্রায় ১ কোটি ১২ লক্ষ। ১৪ মে থেকে ২৩ মে পর্যন্ত সেখানে প্রায় ৬৫ লক্ষ বাসিন্দার নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে।

5/5

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ মিলছে চিনে!

জানা গিয়েছে, চিনে এখনও পর্যন্ত ৪০৩টি উপসর্গবিহীন করোনা আক্রান্তকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবারের এই ২৮ জনের আগে সোমবার পর্যন্ত মোট ৫১ জন করোনা আক্রান্তের মধ্যে ৪০ জন উপসর্গবিহীন রোগীর খোঁজ মিলেছে।