করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই ফের ইবোলার হানা, ক্রমেই বাড়ছে সংক্রমণ

Jun 02, 2020, 12:57 PM IST
1/5

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই ফিরল আর‌ও এক সংকট। আফ্রিকান ফের আতঙ্ক সৃষ্টি করছে ইবোলা। 

2/5

ইতিমধ্যে কঙ্গোর ইকুয়েটিয়রের উমবানডাকায় ৬ ইবোলা আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের।

3/5

কঙ্গোর এই অংশেই ২০১৮ সালে ৫৪ জন ইবোলা আক্রান্ত হন। তাঁদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়।

4/5

দেশের পূর্ব অংশে গত কয়েক বছর ধরে চলা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ইবোলা মহামারীতে প্রায় ২,২৬০ জন প্রাণ হারিয়েছেন। দুটি নতুন ভ্যাকসিন আবিষ্কারের পরেও রোধ করা যাচ্ছে না সংক্রমণ। দেশে আভ্যন্তরীণ অশান্তি, গৃহযুদ্ধের ফলে সংক্রমণ রোধ করা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

5/5

প্রসঙ্গত একই সঙ্গে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কঙ্গোয় মোট করনা আক্রান্ত ৩,১৯৫ জন। মৃত ৭২।