1/8
2/8
photos
TRENDING NOW
3/8
জানা যায়, দিলীপ কুমারের সঙ্গে সায়রা বানুর কাছাকাছি আসাতে বড় ভূমিকা পালন করেছিলেন সায়রার মা। ঝুক গ্যাঁয়া আসমা ছবিতে সায়রাকে প্রেম নিবেদন করেন দিলীপ। ১৯৬৬ এর ১১ই অক্টোবর তাঁদের বিয়ে হয়। দিলীপ কুমার তখন বছর ৪৪ এর প্রতিষ্ঠিত তারকা। ২২ বছরের ছোট ছিলেন সায়রা। ১৯৭২ এ গর্ভবতী হওয়ার আট মাসের মাথায় উচ্চ রক্তচাপের দরুণ সন্তানকে বাঁচানো যায়নি। তারপর আর সন্তান নেননি এই দম্পতি।
4/8
5/8
১৯৭৬ এই অভিনয় ছেড়ে দিয়েছিলেন সায়রা। জীবনসঙ্গী 'ইউসুফ সাহাবের' খেয়াল রাখতে। ১৯৮১ তে সায়রার সঙ্গে দাম্পত্য জীবনে যেন দুঃসময় নেমে আসে। হায়দ্রাবাদে এক ক্রিকেট ম্যাচে সাক্ষাতে পাক অভিনেত্রী আসমা রেহমানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দিলীপ। বিয়েও করেন। যদিও তা দু'বছরের বেশি টেকেনি। জীবনের এই পর্যায়কে ভুলে যেতে চান সায়রা। ভুল করেছিলেন বলে আক্ষেপও করেন দিলীপ কুমার।
6/8
যদিও আবারও সায়রার কাছে ফিরে আসেন দিলীপ। পাঁচ দশকেরও বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। ২০১৪ এ এক সাক্ষাতকারে সায়রা বলেন, 'কোনো বৈবাহিক সম্পর্কই পারফেক্ট হয় না। হবেই বা কীভাবে যখন মানুষই পারফেক্ট হল না। বাকিদের মতো আমাদেরও অনেক ঝড়ঝাপটা গিয়েছে। কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও স্নেহই সম্পর্ক টিকিয়ে রাখে।'
7/8
8/8
photos