Petrol Diesel Price: পেট্রোলের দাম ‘সেঞ্চুরি’ করল কলকাতাতেও, ১০০-র দিকে ডিজেল
Jul 07, 2021, 11:36 AM IST
1/6
2/6
নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন ধরে যে আশঙ্কায় ছিল শহর কলকাতা, আজ সেটাই হল। পেট্রোলের দাম ১০০ টাকা পার করল কলকাতায়। শেষ ৩৪ দিনে বৃদ্ধি ৯.৬১ টাকা। জেলায় আগেই সেঞ্চুরি হাঁকালেও, বাকি ছিল কলকাতা। ৩৯ পয়সা বেড়ে ছুঁয়ে ফেলল ১০০.২৩ টাকা। ২৩ পয়সা বাড়ল ডিজেলের। এক লিটারের নতুন দাম ৯২.৫০ টাকা।
photos
TRENDING NOW
3/6
দেশের মধ্যে পেট্রোলের সবচেয়ে বেশি দাম যাচ্ছে ভোপালে। সে শহরে পেট্রোলের দাম ১০৮ টাকা ৬৩ পয়সা। ডিজেবের দাম প্রায় ১০০ ছুঁই ছুঁই। স্থানীয় বাসিন্দাদের কথায় করোনার ঘাড়ে দায় চাপিয়ে বাড়েনি বেতন। অথচ জ্বালানির দাম, রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তের নুন আনতে পান্তা ফুরোচ্ছে।
4/6
পশ্চিমবঙ্গ-সহ দেশে পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফলের পর থেকে লাগাতার দামি হচ্ছে তেল। যার জন্য বাজারের জিনিসের দামে ছেঁকায় জেরবার সাধারণ মানুষ।
5/6
৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের দাম। এদিকে তেলের দামও চড়া। কোথায় গিয়ে দাঁড়াবে সাধারণ মানুষ? সরকারের কাছে জানতে চাইছে বিরোধীপক্ষ।
6/6
অবশ্য বার বারই বিশ্ব বাজারে অশোধিত তেলের চড়া দামকে কাঠগড়ায় তোলা হয়েছে। দেশে প্রথম রাজস্থানের শ্রী গঙ্গানগর পেট্রোলের দামে সেঞ্চুরি হাঁকিয়েছে ফেব্রুয়ারি মাসেই। অনেকের মতে তেলের দাম অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পথে বাধা হতে পারে।