Darjeeling: ঠান্ডায় কাঁপছে দার্জিলিং! মরশুমের প্রথম তুষারপাত সান্দাকফুতে, আনন্দে পর্যটকেরা...

Darjeeling: তুষারপাতকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক উচ্ছাস। অক্টোবর মাসের মাসের শেষের দিকে সিকিমে তুষারপাত হলেও দার্জিলিংয়ে সেভাবে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়নি। 

Nov 21, 2024, 19:24 PM IST
1/5

মরশুমের প্রথম তুষারপাত

First snow of the season

মরশুমের প্রথম তুষারপাত দার্জিলিংয়ের সান্দাকফুতে। বৃহস্পতিবার দুপুরে সান্দাকফু সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে তুষারপাত শুরু হয়। (তথ্য এবং সূত্র: নারায়ণ সিংহ রায়)

2/5

সিকিম

Sikkim

তুষারপাতকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক উচ্ছাস। অক্টোবর মাসের মাসের শেষের দিকে সিকিমে তুষারপাত হলেও দার্জিলিংয়ে সেভাবে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়নি।   

3/5

পর্যটন

tourism

তবে নভেম্বরেই তুষারপাতের শুরু দেখে আশায় বুক বাঁধছে পর্যটন ব্যাবসায়ীরা। তুলনামূলকভাবে ডিসেম্বর মাসের শুরুর দিকে তুষারপাতের আভাস মেলে। 

4/5

নভেম্বরেই তুষারপাত

It snows in November

কিন্তু এ বছর নভেম্বরেই তুষারপাত হওয়ায় স্বাভাবিকভাবেই এ বছর তুষারপাতের পরিমান বাড়বে বলে আশাবাদী বিভিন্ন মহল৷ 

5/5

শীতের দেখা নেই

Winter is not seen

তবে পাহাড়ে শীতের পরিমান বৃদ্ধি পেলেও সমতলে সে অর্থে শীতের দেখা নেই।