Darjeeling: ডানার ঘায়ে কাঁদছে পাহাড়... পর্যটক শূন্য দার্জিলিং!

Darjeeling: এবছর বুকিং করার পরেও অনেক বুকিং ক্যানসেল হয়েছে।

Oct 30, 2024, 16:22 PM IST
1/5

কাঁদছে পাহাড়...

কায়েশ আনসারি: দীপাবলিতে চরম ক্ষতির মুখে দার্জিলিং। যার মূলে রয়েছে ঘূর্ণিঝড় ডানা। 

2/5

কাঁদছে পাহাড়...

প্রতিবছর এই সময় দার্জিলিংয়ে প্রচুর সংখ্যক পর্যটক ভিড় জমান। কিন্তু এবারের ছবিটা ভিন্ন। 

3/5

কাঁদছে পাহাড়...

পুজোর সময় সেপ্টেম্বরের শেষ থেকে দার্জিলিংয়ে শুরু হয় পর্যটকদের মরশুম। যা শেষ হয় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

4/5

কাঁদছে পাহাড়...

কিন্তু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খারাপ আবহাওয়ার জন্য এবছর পর্যটকের সংখ্যা গত বছর থেকে প্রায় ৫০ শতাংশ কম। 

5/5

কাঁদছে পাহাড়...

পুজোর মরশুমের বুকিং শুরু হয় অগাস্ট মাস থেকে। হোটেল ব্যবসায়ীরা বলছেন, এবছর বুকিং করার পরেও অনেক বুকিং ক্যানসেল হয়েছে।