Cyclone Yaas Update: দিঘায় আটকে পড়া মানুষজনকে উদ্ধারে নামল সেনা

May 26, 2021, 14:24 PM IST
1/5

ঘূর্ণিঝড় ও ভরা কোটালের প্রভাব সমুদ্রের জল ফুঁসে উঠে ঢুকে পড়েছে ওল্ড ও নিউ দিঘার বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্থ হয় একাধিক এলাকার সমুদ্র বাঁধ। ঝড়ের প্রকোপ একটু কমতেই দিঘার বিভিন্ন এলাকায় মানুষজনকে উদ্ধার করতে নামল সেনা।

2/5

পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যেতে পারে চিন্তা করেই রাজ্যের বিভিন্ন জায়গায় ১৭ কলাম সেনা মোতায়েন করা হয়েছিল।

3/5

দিঘায় ঝড় ও বৃষ্টির তাণ্ডব কমার পর দুপুর বারোটা নাগাদ সেনা বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষজনকে বের করে কাছাকাছি আশ্রয় শিবিরে পৌঁছে দেন তাঁরা।

4/5

হোটেলগুলির পাশাপাশি পাড়ায় ঢুকেও লোকজনকে বের করে আনেন তাঁরা। কোথাও  দোকান থেকে বের করে আনেন মালপত্র।

5/5

কোথাও কোমর সমান জল, কোথায় হাঁটুজল পেরিয়ে দুর্গত লোকজনদের নিরাপদস্থানে নিয়ে যান তাঁরা। পাশাপাশি বিভিন্ন ছোট রাস্তায় এলাকার মানুষকে সঙ্গে হাতে হাত মিলিয়ে বালির বস্তা দিয়ে জল ঢোকা বন্ধ করতেও নামেন তাঁরা।