1/5
নিজস্ব প্রতিবেদন: তিন মাস আগে সোশাল মিডিয়াগুলির উপর কড়া নির্দেশিকা জারি করে কেন্দ্র। গতকালই শেষ হয়েছে সময়সীমা। অভিযোগ ছিল, ভারতীয় অ্যাপ 'কু' ছাড়া অন্য কোনো সোশাল মিডিয়া এই গাইডলাইন সম্পর্কে উচ্যবাচ্য করেনি। কিন্তু অবশেষে মঙ্গলবার কেন্দ্রের এই নতুন নির্দেশিকায় (centre social media guidelines) সম্মতি জানাল গুগল। গুগল (Google) অধীনস্ত সমস্ত সোশাল মিডিয়া যার মধ্যে অন্যতম ইউটিউবও (YouTube) এই নির্দেশিকা মেনে চলবে বলে জানানো হয়েছে।
2/5
গুগলের এক মুখপাত্র জানান, ' ভারতীয় বিচারব্যবস্থার প্রতি সর্বদা সম্মান রেখেই যখনই কোনো কন্টেন্ট আইন লঙ্ঘন করেছে আমরা তা সরিয়েছি। স্থানীয় আইন ও দেশের বিচারব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সবরকম বেআইনি ও ভুয়ো কন্টেন্টের বিরুদ্ধে আমরা সবসময় লড়ছি।'তিনি আরও বলেন, 'সোশাল প্ল্যাটফর্মগুলিকে আরও নিরাপদ রাখার জন্য সদা সচেষ্ট।' গুগল যখন কেন্দ্রের নির্দেশিকা মানছে তখন বাকিদের মতামত এখনও ভিন্ন।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
photos