বিমান সফরে এবার বাড়ছে খরচ, ১ জুন থেকে ঘরোয়া উড়ানে গুনতে হবে বেশি ভাড়া

May 29, 2021, 16:41 PM IST
1/5

এবার দাম বাড়ছে বিমানের টিকিটের। তবে তা অন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে। এনিয়ে একটি নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।  আগামী ১ জুন থেকে চালু হচ্ছে নতুন ভাড়া। টিকিটের দাম বাড়ছে ১৩-১৫ শতাংশ।

2/5

DGCA-এর নির্দেশিকা অনুযায়ী ৪০ মিনিটের কম সময়ের উড়ানে টিকিটের দাম ১৩ শতাংশ বেড়ে ২৩০০ থেকে বেড়ে ২৬০০ টাকা হবে।  সঙ্গে যোগ হবে কর।

3/5

অন্তর্দেশীয় উড়ানে ৪০ থেকে ৬০ মিনিটের উড়ানে ন্যুনতম ভাড়া হবে ৩৩০০ টাকা। আগে ওই ভাড়া ২৯০০ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্র।  

4/5

দেশে ৬০-৯০ মিনিটের উড়ানের ক্ষেত্রে ভাড়া হবে ৪০০০ টাকা। ৯০-১২০ মিনিটের উড়ানের ক্ষেত্রে ভাড়া হবে ৪৭০০ টাকা। ১৫০-১৮০ মিনিটের উড়ানে ভাড়া হবে ৬,১০০ টাকা এবং ১৮০-২১০ মিনিটের উড়ানের নতুন ভাড়া হবে ৭,৪০০ টাকা।

5/5

কেন বাড়ছে ভাড়া? অসামারিক বিমান পরিবহণের যুক্তি, করোনা পরিস্থিতিতে যাত্রী সংখ্যা কমেছে, দেশের অধিকাংশ বিমান পরিবহণ সংস্থা লোকসানে চলছে এবং যাত্রী পরিবহণও পঞ্চাশ শতাংশ করে দেওয়া হচ্ছে।