সামলে নেওয়া গিয়েছে করোনাকে, প্রস্তুত থাকতে হবে পরের বিশ্বমারীর জন্য: WHO

Nov 06, 2020, 17:35 PM IST
1/5

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করা সম্ভব হয়েছে। যুদ্ধের কৌশল শিখে ফেলেছে মানুষ। কিন্তু এর চেয়েও বড় বিশ্বমারীর জন্য তৈরি হওয়া প্রয়োজন। এমনটাই সতর্কবার্তা দিচ্ছে The World Health Organisation (WHO)। 

2/5

স্বাস্থ্য সংস্থা বলছে, যে দেশগুলিকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে স্বাস্থ্যের পরিকাঠামো উন্নত করতে হবে। মারাত্মক ভাইরাসকে পরাস্ত করার পরে থেমে থাকা বা কর্মকাণ্ডে শিথিল হয়ে পরা উচিত হবে না। 

3/5

বিশ্ব স্বাস্থ্য পরিষদ (ডাব্লুএইচএ) যেভাবে কোভিড-১৯-এর মতো ভাইরাসের সঙ্গে লড়াই করছে তা বিশ্বকে অবাক করে দিয়েছে। আগামীদিন যাতে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করা সম্বব হয়, সে বিষয়ে ইতিমধ্যে নতুন খসড়া তৈরি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

4/5

যদিও এটি বিশ্বজোড়া সঙ্কট, তবুও বলা যেতে পারে সফলভাবে সংক্রমণকে বাধা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে দাবি WHO-এর। ইতিমধ্যে ভ্যাকসিনের কাজ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। 

5/5

WHO আরও বলেছে  বিশ্বকে এখনই পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুতি জোরদার করতে হবে।